ছোটবেলা থেকেই আতিকের বিজ্ঞানের বিষয়গুলো ভালো লাগত। কেন বেলুন বাতাসে ওড়ে, প্রজাপতির পাখা কেন নড়ে—জানতে মন চাইত খুব। তবে লেখাপড়ায় যে খুব মনোযোগী ছিলেন, তা নয়। সারা দিন খেলে বেড়াতেন।
‘লাইফ প্লাস’
- আতিকুর রহমান ও রাশিক জামান মিলে তৈরি করেছেন রক্ত সংগ্রহের অ্যাপস, ক্যাম্পাস রেডিওর অ্যাপস। সেগুলো বেশ সাড়া ফেলেছে। তাঁদের দলটিও হয়েছে বড়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অ্যাপস নির্মাতাদের গল্প শোনাচ্ছেন স্বপ্নীল মাহফুজ
notdefined

গুগল প্লে স্টোরে এটির এত সাড়া ফেলার খবর পুরো কুয়েটে চাউর হতে দেরি হয়নি। ফলে তাদের কুয়েট রেডিওতে আমন্ত্রণ জানানো হলো। শো শেষে কুয়েট রেডিওর প্রধান মৃম্ময় তুষার তাঁদের জন্যও অ্যাপস তৈরি করে দিতে অনুরোধ করলেন। কাজে নেমে গেলেন দুজনে। অনেকটুকু করেও ফেলেছেন, তখনই রাশিকের হার্ডডিস্ক ক্র্যাশ করল। ফলে পুরো কাজই ভেস্তে গেল। আবার কাজে নামলেন। ভালোভাবেই শেষ করতে পারলেন। ২৩ সেপ্টেম্বর কুয়েট দিবসে সেটি উদ্বোধন করলেন উপাচার্য ড. মোহাম্মদ আলমগীর। তিনিও অ্যাপসটির প্রশংসা করলেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনলাইন রেডিওর সঙ্গে তুলনা করে দুই উদ্ভাবক বললেন, https://goo.gl/2scLHU—অ্যাপসটি বেশ সমৃদ্ধ। নানা সুবিধাও আছে। একবার ওপেন করে প্লে দিলেই চলতে থাকবে। অডিও, ভিডিওর ইন্টারনেটে সরাসরি সম্প্রচার (ইন্টারনেটে অডিও বা ভিডিও সারাসরি দেখাকে লাইভ স্ট্রিমিং বলে) ক্ষমতা যেমন ভালো, তেমনি এটির মাধ্যমে আরজের কাছে এসএমএস পাঠানো যাবে। আগের অনুষ্ঠানগুলোও অ্যাপসে মোবাইলে ডাউনলোড করে শোনা যাবে। অ্যাপসের চ্যাটরুমের মাধ্যমে অনুষ্ঠান শোনার পাশাপাশি শ্রোতারা একে অন্যের সঙ্গে আলাপ করতে পারবেন। চাইলে নোটিফিকেশন বার থেকেই লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া যাবে। এ ছাড়া এটি পরের শোর নাম ও আরজে কে থাকছেন জানাবে।
ইকারুস এখন আর দুজনের দল নেই। সেখানে গবেষণা ও উন্নয়নের জন্য আরো চারজন যুক্ত হয়েছেন। তাঁরা সবাই কুয়েটেই পড়েন। ১৩ ব্যাচের তিনজন—মুশফিকুর রহমান জয় (সিএসই), সায়েম হোসাইন (আইইএম [ডিপার্টমেন্ট অব ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট] ও সৌরিন বড়ুয়া (ডিপার্টমেন্ট অব ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং)। আর মুশফিক আবির পড়েন সিএসই ১৫ ব্যাচে। এত কষ্টে বানানো অ্যাপস দুটি তাঁরা বিনা মূল্যে গুগল প্লে স্টোরে দিয়েছেন। এখন এই দলের লক্ষ্য, বিশ্বমানের প্রযুক্তিপণ্য তৈরি করবেন।
ঘড়ির কাঁটা অনুসারে—মুশফিকুর রহমান জয়, মুশফিকুর রহমান আবির, আতিকুর রহমান, সায়েম হোসাইন, রাশিক জামান ও সৌরিন বড়ুয়া
ছবি : মৃম্ময় বাগচি