চকোলেট টার্ট
উপকরণ
টার্ট শেল ৫-৬টি, চকোলেট গানাস আধাকাপ এবং চেরি সাজানোর জন্য।
যেভাবে তৈরি করবেন
১. টার্ট শেলের ওপর চকোলেট গানাস দিন।
২. এর ওপরে চেরি দিয়ে পরিবেশন করুন।
ব্লুবেরি পাই
উপকরণ
পাই শেল ৭ ইঞ্চি সাইজের ১টি, ব্লুবেরি ফিলিং ১ কাপ এবং চেরি সাজানোর জন্য।
বিজ্ঞাপন
যেভাবে তৈরি করবেন
১. পাই শেলে ব্লুবেরি ফিলিং দিয়ে এবং ওপরে সুইট পেস্ট দিয়ে ঢেকে ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৪৫ মিনিট বেক করুন।
২. নামিয়ে চেরি ও আইসিং সুগার ডাস্ট করে পরিবেশন করুন।
চকোলেট পিটাইট ফোর
উপকরণ
চকোলেট কেক স্লাইস ৬'' /৬'' , পেস্ট্রি ক্রিম আধাকাপ এবং চকোলেট গানাস আধাকাপ।
যেভাবে তৈরি করবেন
১. কেক স্লাইসে চকোলেট গানাস ও পেস্ট্রি ক্রিম লেয়ার করে দিন। এভাবে তিন লেয়ার করে দিয়ে ফ্রিজে রেখে দিন দুই ঘণ্টা।
২. এরপর ফ্রিজ থেকে বের করে ছোট টুকরা করে পরিবেশন করুন।