kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

অন্তর্জালে ফ্যাশন

দেশে বা দেশের বাইরে কী চলছে ফ্যাশন ট্রেন্ড—আঙুলের স্পর্শেই জানা যায় সব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছে তারকাদের চলতি ফ্যাশনের খবর

১৭ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে 

শাপলুডু সিনেমার সেটে সাদা জমিনে ফ্লোরাল মোটিফের ছিমছাম কামিজে সতেজ মীম। কামিজের নকশার সঙ্গে মিলিয়ে সালোয়ার আর জমিনের সঙ্গে মিলিয়ে পরেছেন সাদা ওড়না।  

গরমে ছুটিতে বেড়াতে বের হয়েছেন সোনাম কাপুর। ঢিলেঢালা সাদা লং আউটফিটের সঙ্গে পরেছেন চামড়ার কটিবন্ধ, সান হ্যাট, ওভাল শেইপ সানগ্লাস। পায়ে পরেছেন কাধের ব্যাগের সঙ্গে মিলিয়ে লেদারের লোফার। 

অফহোয়াইট মসলিন শাড়িতে হ্যান্ডপেইন্টের প্রজাপতি নকশা, চিকন জরি নকশার পাড়।

শাড়ির সঙ্গে ম্যাচিং গয়না এমনকি বেণিতেও আটকে নিয়েছেন প্রজাপতি ক্লিপ। ঈদের পর এমনই প্রজাপতি সাজে দেখা গেছে অভিনেত্রী পূর্ণিমাকে।

 

ট্যাঙ্ক টপ আর ট্রাউজারের সঙ্গে লং কটিতে সামার ভাইভে ড্যাশিং লুকে নুসরাত ফারিয়া। ওয়েস্টার্ন লুকে ভিন্ন মাত্রা দিয়েছে নাকের নোলক।

 

 

এই গ্রীষ্মে বাইরে বের হতে হবে গুছিয়ে। তাই গুচির সাদা টি-শার্ট, সানগ্লাস আর হালকা লিপস্টিকে পরিপাটি পরিনীতি চোপড়া।

 

মন্তব্যসাতদিনের সেরা