<p><strong>শিশু</strong></p> <p><strong><img alt="" src="/ckfinder/userfiles/images/print/2017/Feature-2017/June/10-06-2017/KK-2017-06-12-AK-15.jpg" style="height:483px; margin:8px; width:800px" /></strong></p> <p> </p> <p>এপেক্সে শিশুদের জন্য রংবাহারি স্যান্ডেল, পাম্প শু লোফার পাবেন। ছেলেদের আউটস্ট্যান্ডিং স্টাইলের ম্যাভেরিক বুট, লোফার, ছাড়াও থাকছে ভেনচুরিনির ফিউশন স্টাইলের ফরমাল শু। যার ইউনিক সোল, লেস ও অ্যাকসেসরিজে থাকছে ভিন্নতা ও নতুনত্ব। পাঞ্জাবির সঙ্গে পরার জন্য আছে বিভিন্ন দামের স্যান্ডেল ও শু। গরমের সঙ্গে বৃষ্টিকে মাথায় রেখে নানা রকম আকর্ষণীয় ডিজাইনের লেদার স্যান্ডেলের সঙ্গে স্টিচড সোল সংযোগ করা হয়েছে।</p> <p>ওরিয়ন ছাড়াও ক্রিসেন্ট, বাটা, জিলস, বে এম্পোরিয়াম, এপেক্সসহ সব শোরুমেই বাচ্চাদের জুতার ক্ষেত্রে আরামকে প্রাধান্য দেওয়া হয়েছে। ঈদের জুতা নিয়ে ক্রিসেন্ট ফুটওয়্যারের পরিচালক এম কাদের বলেন, ‘আমাদের সব পণ্যই চামড়ায় তৈরি। দেশেই নিজস্ব কারখানায় তৈরি হয়। ১৫ রমজান থেকে মাত্র ৬০০-৭০০ টাকার মধ্যে চামড়ার তৈরি জুতা-স্যান্ডেল নিয়ে আসছি।’</p> <p>বাটায় ছেলে ও মেয়ে শিশুদের জুতা পাওয়া যাবে ৪৯০ থেকে তিন হাজার ৯৯০ টাকার মধ্যে। এপেক্সে ৬৯০ থেকে এক হাজার ৬৯০ টাকার মধ্যে পছন্দসই ছোটদের জুতা পাওয়া যাবে।</p> <p> </p> <p><strong>মেয়ে</strong></p> <p><strong><img alt="" src="/ckfinder/userfiles/images/print/2017/Feature-2017/June/10-06-2017/KK-2017-06-12-AK-16.jpg" style="margin:8px" /></strong></p> <p> </p> <p>ঈদে জুতার মধ্যে বিভিন্ন ধরনের হিলযুক্ত স্যান্ডেলের চাহিদা বেশি। নিচের দিকে ফ্ল্যাট ওয়েজ হিলও বেশ চলছে। বসুন্ধরা সিটি শপিং মলের এপেক্স শোরুমে জুতা কিনতে এসেছেন শামীমা আফরোজ। তিনি জানালেন, ‘সব সময় সহজে পরা যায় এমন উঁচু ওয়েজ হিল কিনবো। আর ঈদের জন্য স্টিলেটো বা উঁচু পেনসিল হিলের জুতা।’ ওয়েজ হিল ছাড়াও গ্লাসহিল, ফ্ল্যাটহিল ও ব্যালান্সহিলের জুতাগুলো ফ্যাশনে যোগ করছে ভিন্ন মাত্রা। বাজারে আছে গ্লাডিয়েটর, লোফার, ব্যালেরিনা, স্লিপ অন, অ্যাংকেল স্ট্র্যাপ, ওপেন টো, প্ল্যাটফর্ম হিলসহ নানা ডিজাইনের জুতা। ওয়েস্টার্ন বা অন্যান্য পোশাকের সঙ্গে অনেকেই শু কিংবা জুতা পরতে পছন্দ করেন। এ ক্ষেত্রে তাঁরা ব্যালেরিনার পাশাপাশি নতুন ডিজাইনের ফ্ল্যাট শু কিংবা অল্প হিলের শু পরতে পারেন। গরমেও ব্যালেরিনা সমান জনপ্রিয়। ঈদ উপলক্ষে ব্যালেরিনায় সৌন্দর্য যোগ করেছে সোনালি কারুকাজ, পাথর আর পুঁতি। এপেক্স এবারের ঈদে ফ্যাশন সচেতন মেয়েদের জন্য এনেছে মুচির আকর্ষণীয় মেটালিক ফ্লোরার স্টিলেটোস এবং এমব্রয়ডেড মিউলস। এ ছাড়াও আছে রসির আরামদায়ক ও স্টাইলিশ ওয়েজ হিল। আরো আছে স্যান্ড্রো রোসার কালারফুল স্যান্ডেল ও প্যাশনেবল ব্যালেরিনা।</p> <p>চামড়ার পাশাপাশি সিনথেটিক, কৃত্রিম চামড়া, ফ্যাব্রিক ইত্যাদি দিয়ে তৈরি জুতা পাওয়া যাচ্ছে। ডিজাইনের ক্ষেত্রে ক্যাটওয়ার্ক, এমব্রয়ডারিসহ চুমকি, পাথর কিংবা পুঁতির ব্যবহার রয়েছে। থাকছে সাদা, কালো আর বাদামি রঙের পাশাপাশি এবার ঈদে লাল, গোলাপি, কমলা, নীল, ফুশিয়া, সবুজসহ নানা রঙের জুতা।</p> <p>এপেক্সে সান্দ্রা রোসা, নিনো রসি ও মুচি ব্র্যান্ডের স্যান্ডেল ও জুতার দাম ৭৯০ টাকা থেকে দুই হাজার ২৯০ টাকা।</p> <p>বাটায় ফ্ল্যাট, ব্যালেট ফ্ল্যাট, ওয়েজেস ও হিল জুতার দাম ৫৯০ টাকা থেকে ছয় হাজার ৯৯০ টাকা।</p> <p> </p> <p> </p> <p> </p> <p><strong>ছেলে<img alt="" src="/ckfinder/userfiles/images/print/2017/Feature-2017/June/10-06-2017/KK-2017-06-12-AK-17.jpg" style="float:right; height:358px; margin:8px; width:148px" /></strong></p> <p> </p> <p>ছেলেদের জুতা বলতে পাঞ্জাবির সঙ্গে চামড়ার চটি কিংবা স্যান্ডেল শু, ফরমাল পোশাকের সঙ্গে ফরমাল শু আর জিন্স ও টি-শার্টের সঙ্গে কেডস। এগুলোই ঘুরে-ফিরে পরলেও এসবের মাঝেই ম্যাটারিয়াল, ডিজাইন কিংবা রঙের বৈচিত্র্য চোখে পড়ার মতো। বাটার অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন ম্যানেজার জুবায়ের ইসলাম বললেন, ‘ঈদকে রঙিন করতে বাটা পাঁচ শর বেশি নতুন ডিজাইনের জুতা এনেছে। পরিচিত রঙের পাশাপাশি বাটায় এবার নীল ও অলিভ রঙের স্যান্ডেল আছে। আরামদায়ক এসব স্যান্ডেলের দাম এক হাজার ৯৯০ থেকে দুই হাজার ৪৯০ টাকা। তরুণদের প্রিয় ব্র্যান্ডের মধ্যে আছে নর্থ স্টার। এসব জুতার মধ্যে আছে কালো, ছাই ও নীল রং। এসব স্যান্ডেলের দাম ৬৯০ থেকে এক হাজার ৫৯০ টাকা পর্যন্ত।’ এপেক্সে ছেলেদের নানা ডিজাইনের স্যান্ডেল আর জুতা পাওয়া যাবে এক হাজার ৬৯০ থেকে চার হাজার ৯৯০ টাকার মধ্যে। এ ছাড়া পুরনো মডেলের জুতায় রয়েছে ছাড়ের সুবিধা। ওরিয়ন ফুটওয়্যারে ছেলেদের স্যান্ডেল ও জুতা পাওয়া যাবে এক হাজার ৬৯০ থেকে পাঁচ হাজার ৯৯০ টাকার মধ্যে। এ ছাড়া কাভা কাভা, আড়ং, অঞ্জনসসহ দেশীয় ফ্যাশন হাউসগুলোতে চামড়ার পাশাপাশি অন্যান্য ম্যাটারিয়ালের ভিন্নধর্মী জুতার সম্ভার রয়েছে।</p>