ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭
নবম-দশম শ্রেণি পদার্থবিজ্ঞান : ষষ্ঠ অধ্যায়

বস্তুর ওপর তাপের প্রভাব

  • মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)
  • ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা
অন্যান্য
অন্যান্য
শেয়ার
বস্তুর ওপর তাপের প্রভাব

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১। আপেক্ষিক তাপ কাকে বলে?

উত্তর : 1kg বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে।

২। তাপ ধারণ ক্ষমতা কাকে বলে?

উত্তর : কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে।

৩। পুনঃশিলীভবন কী?

উত্তর : চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে পুনঃশিলীভবন বলে।

৪। পানির ত্রৈধ বিন্দুর সংজ্ঞা দাও।

উত্তর : যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিন অবস্থায়ই অর্থাৎ বরফ, তরল ও বাষ্পরূপে অবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে।

৫। এক কেলভিনের সংজ্ঞা দাও।

উত্তর : পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার ১/২৭৩.১৬ ভাগকে এক কেলভিন বলে।

৬। বাষ্পায়ন কাকে বলে?

উত্তর : যেকোনো তাপমাত্রায় তরলের শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে।

৭। তরলের আপাত প্রসারণ কাকে বলে?

উত্তর : কোন পাত্রে তরল রেখে তাপ দিলে পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলে।

৮।

বরফবিন্দু কাকে বলে?

উত্তর : প্রমাণ চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বা বরফবিন্দু বলে।

৯। তরলের প্রকৃত প্রসারণ কাকে বলে?

উত্তর : তরলকে কোনো পাত্রে না রেখে (যদি সম্ভব হয়) তাপ দিলে তার যে প্রসারণ হতো তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে।

১০। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস ঠাণ্ডা অনুভূত হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর : ঘর্মাক্ত অবস্থায় ফ্যানের নিচে বসলে ঠাণ্ডা একটু বেশি লাগে। কারণ, ফ্যানের বাতাসে শরীরের ঘাম বাষ্পে পরিণত করতে শুরু করে। এ জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ শরীরের মধ্য থেকে সরবরাহ হয়। এতে শরীর তাপ হারাতে থাকে এবং ঠাণ্ডা অনুভূত হয়।

১১। তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটে কেন?

উত্তর : তাপমাত্রা বৃদ্ধির ফলে বস্তুর অণুগুলো কাঁপতে থাকে। তখন অণুগুলো একই শক্তি নিয়ে ভেতর দিকে যতটা সরে আসতে পারে বাইরের দিকে তার চেয়ে বেশি সরে আসতে পারে। ফলে প্রত্যেক অণু গড় সাম্যাবস্থান থেকে বাইরের দিকে সরে যায়। এ কারণেই তাপ বাড়ালে পদার্থের প্রসারণ ঘটে।

১২। রুপার আপেক্ষিক তাপ 230 Jkg-1K-1 বলতে কী বোঝায়?

উত্তর :  রুপার আপেক্ষিক তাপ 230 Jkg-1K-1 বলতে বোঝায়—

ক)  1kg ভরের রুপার তাপমাত্রা 1K বাড়াতে 230J তাপ লাগে।

খ)  1kg ভরের রুপার তাপ ধারণ ক্ষমতা 230 JK-1।

১৩। রেললাইনে যেখানে দুটি লোহার বার মিলিত হয়, সেখানে ফাঁক থাকে কেন?

উত্তর : আমরা জানি, ঘর্ষণে তাপ উৎপন্ন হয়। ট্রেন চলার সময় ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে বা সূর্যের তাপে রেললাইন প্রসারিত হয়। রেললাইনে যেখানে দুটি লোহার বার মিলিত হয় সেখানে ফাঁকা রাখা হয়, যাতে রেললাইন প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থান পায়। ফাঁকা না রাখলে রেললাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।

১৪। পাহাড়ের চূড়ায় রান্না করা কষ্টকর কেন? ব্যাখ্যা করো।

উত্তর : সমুদ্র সমতল থেকে যত ওপরে উঠা যায় তত বায়ুস্তম্ভের ওজন ও ঘনত্ব কমতে থাকে। এ জন্য বায়ুমণ্ডলীয় চাপ কম হয়। যার ফলে কম তাপমাত্রার পানি ফুটতে শুরু করে। ফলে পাহাড়ের চূড়ায় রান্না করা কষ্টকর হয়।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ