উনপাঁজুরে (অতিশয় দুর্বল) : তোমার মতো উনপাঁজুরে লোককে দিয়ে এ কাজ হবার নয় বাপু।
উজানের কৈ (সহজলভ্য) : পাবলিক পরীক্ষায় পাসকে উজানের কৈ ভেবো না।
একতিল দাঁড়ানো (মুহূর্ত) : আমি এখানে আর একতিল দাঁড়াব না।
কাঁচা বাঁশে ঘুন (অল্প বয়সে বখে যাওয়া) : কাঁচা বাঁশে ঘুন ধরা ছেলে-মেয়েরা জীবনে কিছু করতে পারে না।
কলমের খোঁচা (ক্ষমতাবলে কিছু সম্পন্ন করা) : অফিসপ্রধানের এক কলমের খোঁচায় তার চাকরিটা চলে গেল।
খয়ের খাঁ (তোষামোদকারী) : টাকা থাকলে খয়ের খাঁর অভাব হয় না।
আদা-জল খেয়ে (প্রাণপণ চেষ্টা করা) : এবার পরীক্ষায় পাস করতে হলে ওকে আদা-জল খেয়ে পড়তে হবে।
আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ) : সবাই বলে রাসেলকে দিয়ে কিছুই হবে না, ও একটা আমড়া কাঠের ঢেঁকি।
গৌরিসেনের টাকা (বেহিসাবি অর্থ) : এ তো গৌরিসেনের টাকা নয় যে তোমাকে বারবার ধার দেব।
জগদ্দল পাথর (গুরুভার) : তাকে হারানোর দুঃখটা বুকে জগদ্দল পাথর হয়ে আটকে আছে।
দু-কান কাটা (নির্লজ্জ) : এ সমাজে দেখছি দু-কান কাটা লোকের অভাব নেই।
গ্রন্থনা : এম জাহিদুল ইসলাম