সুলতান ইলতুিমশের কোন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের জনসাধারণের অভিযোগ শুনতেন? উত্তর : শিকলবাঁধা ঘণ্টা।
আব্বাসীয় খলিফা কর্তৃক ইলতুিমশ কোন খেতাব লাভ করেন? উত্তর : সুলতান-ই-আজম।
ভারতবর্ষের প্রথম মুসলিম নারী শাসক কে? উত্তর : সুলতানা রাজিয়া।
চল্লিশচক্র কী? উত্তর : চল্লিশজন ক্রীতদাসের সমন্বয়ে সৃষ্ট সামরিক বাহিনী।
খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : জালালুদ্দিন খলজি।
কোন সুলতান দ্রব্যসামগ্রীর মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করেন?
উত্তর : সুলতান আলাউদ্দিন খলজি।
আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী ছিল? উত্তর : সেনাবাহিনীর বেতনভাতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কৃষকের ন্যায্যমূল্য প্রদান।
তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : গিয়াসউদ্দিন তুঘলক।
মুহাম্মদ বিন তুঘলক কর্তৃক গৃহীত পাঁচটি পরিকল্পনা কী ছিল? উত্তর : রাজধানী স্থানান্তর, তাম্রমুদ্রার প্রবর্তন, চীন ও কারাচিল অভিযান ও দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি।
কোন সুলতানকে দিল্লি সালতানাতের পতনের জন্য দায়ী করা হয়?
উত্তর : ফিরোজ শাহ তুঘলক।
তৈমুর লঙ কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ অভিযান করেন? উত্তর : ১৩৯৮-৯৯।
সুলতানি আমলের সর্বশেষ রাজবংশের নাম কী? উত্তর : লোদি।
দিল্লি সালতানাতের পতন ঘটে কোন যুদ্ধের মাধ্যমে? উত্তর : পানিপথের প্রথম যুদ্ধে।
পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়ের অন্যতম কারণ কোনটি?
উত্তর : কামানের ব্যবহার।
কত সালে দিল্লি সালতানাত বিলুপ্ত হয়? উত্তর : ১৫২৬ খ্রিস্টাব্দে।
কোন যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের নিকট পরাজিত হন?
উত্তর : পানিপথের প্রথম যুদ্ধে।
অনুধাবনমূলক প্রশ্ন
কুতুবুদ্দিন আইবেকের পরিচয় দাও।
কুতুব মিনার সম্পর্কে ধারণা দাও।
সুলতানা রাজিয়ার পরিচয় দাও।
বিখ্যাত চল্লিশচক্র সম্পর্কে কী জানো?
তৈমুর লংয়ের ভারত আক্রমণ সম্পর্কে কী জান?
পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে ধারণা দাও।
ইবনে বতুতার পরিচয় দাও।
সৃজনশীল প্রশ্ন
১। একটি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক সিকান্দারের জন্ম হয়েছিল স্বাধীন ঘরে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ও পারিবারিক যড়যন্ত্রে তিনি তাঁর প্রথম জীবনে অন্যের দাস হয়ে পড়েছিলেন। তবে এই দাসত্ব তাঁকে বেশিদিন ধরে রাখতে পারেনি। তাঁর আগের এক শাসকের কন্যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একটি অঞ্চলের শাসনকর্তা নিযুক্ত হন তিনি। পরে তিনি সিংহাসন লাভ করেন এবং বিদ্রোহ দমন, রাজ্য বিস্তার ও সাংঘটনিক দক্ষতায় তিনি শ্রেষ্ঠ শাসকের খেতাব লাভ করেন।
(গ) উদ্দীপকের বর্ণিত সিকান্দারের সঙ্গে তোমার পঠিত পাঠ্য বইয়ের কোন শাসকের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের আলোকে দিল্লি সালতানাতের কোন সুলতানকে তুমি সেরা শাসক বলে মনে করো? যুক্তি দেখাও।
২। ভারত উপমহাদেশের শাসনক্ষমতার আলোচনা করতে গিয়ে শিক্ষক ছাত্র-ছাত্রীদের বলেন, এমন এক শাসক এই উপমহাদেশ শাসন করেছেন, যিনি প্রথম জীবনে মোঙ্গলদের কাছে বন্দি হয়ে বাগদাদে ক্রীতদাস হিসেবে বিক্রীত হন। পরে মেধা ও দক্ষতায় যখন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন, তখন তাঁর রাজ্যের সুদৃঢ়করণে বিদ্রোহ দমন, সালতানাতের মর্যাদা বৃদ্ধি, গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী গঠন, ন্যায়বিচার ও বিভিন্ন সংস্কারের মাধ্যমে রাজ্যের স্থায়িত্বকে তরান্বিত করেন।
(গ) উদ্দীপকের শাসকের সঙ্গে তোমার পঠিত দিল্লির কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকে যে শাসকের পরিচয় ফুটে উঠেছে তাঁর শাসনব্যবস্থার একটি চিত্র তোমার পাঠ্য বইয়ের আলোকে তুলে ধরো।
৩। শফিক সাহেব জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নিজ এলাকায় মেয়র পদে নির্বাচিত হন। জয়লাভের পর এলাকার অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, ব্যবসা, কৃষি তথা জনকল্যাণে নানামুখী কর্মসূচি গ্রহণ করেন। এরই অংশ হিসেবে তিনি একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেন। নিত্যব্যবহার্য দ্রব্যাদি জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে যেন থাকে এ লক্ষ্যে তিনি বেশ কিছু দ্রব্যের দাম নির্ধারণ করে দেন। ফলে জনগণের সার্বিক কল্যাণ সাধিত হয় এবং তিনি রাজনৈতিক অর্থনীতিবিদ হিসেবে পরিচিতি লাভ করেন।
(গ) উদ্দীপকের মেয়রের সঙ্গে তোমার পঠিত বইয়ের কোন শাসকের অর্থনৈতিক ব্যবস্থার মিল পাও? ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকে বর্ণিত ঘটনার সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির কিভাবে তুলনা করবে?