ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭
হিসাববিজ্ঞান

ক্যালকুলেটরে সতর্ক থাকবে

  • মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
অন্যান্য
অন্যান্য
শেয়ার
ক্যালকুলেটরে সতর্ক থাকবে

হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্নের উত্তরে যেহেতু গাণিতিক সমস্যার সমাধান করতে হয়, তাই বেশির ভাগ শিক্ষার্থী সব সময়ই হিসাববিজ্ঞান অঙ্ক নিয়েই ব্যস্ত থাকে। তারা বহু নির্বাচনী অংশকে বিশেষ গুরুত্ব দেয় না, যা একটি ভুল সিদ্ধান্ত। কোনো শিক্ষার্থী যদি বহু নির্বাচনীর নির্ধারিত ৩০টি প্রশ্নের সঠিক উত্তর করতে পারে, তাহলে তার জন্য ৮০ নম্বর পাওয়া সহজ হয়ে যায়।

সৃজনশীল প্রশ্ন উত্তর করার সময় ‘ক’ বিভাগ (আবশ্যিক) বা আর্থিক বিবরণী থেকে প্রথমে উত্তর না করাই ভালো।

দেখে-শুনে-বুঝে যে প্রশ্নটি তোমার সবচেয়ে সহজ মনে হবে সেটিই প্রথমে উত্তর করা ভালো। কোনো উত্তরের স্বপক্ষে যদি কোনো নোট দেওয়ার মতো থাকে, তবে তা অঙ্কের শেষে দেখাতে হবে। যেমন : ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদার শেষে গণনাকার্য তারিখ অনুসারে দেখানো যায়। শতকরা হার (%)-গুলো সতর্কতার সঙ্গে দেখতে হবে, যেন ভুল সংখ্যা দ্বারা গণনাকার্য না হয়।
আবার টাকার অঙ্কগুলো যেন সঠিকভাবে লেখা হয়। একটি হিসাবের টাকা যেন আরেকটি হিসাবে লেখা না হয় বা টাকার অঙ্ক লেখার সময় ভুলবশত শূন্য (০) কম বা বেশি লেখা না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ক্যালকুলেটর ব্যবহারে সতর্ক থাকতে হবে। যে সংখ্যাটি ক্যালকুলেটরে লিখেছ তা ঠিকমতো উঠেছে কি না তা খেয়াল রাখতে হবে।
অনেক সময় যোগ-বিয়োগ ভুল হয়, যেমন : কোন খরচের সঙ্গে বকেয়া যোগ হয় সেটি বিবরণে হয়তো ঠিক লেখা হয়েছে; কিন্তু টাকার অঙ্ক থেকে তা বিয়োগ করা হয়েছে।

বিভিন্ন বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে কোন প্রশ্নগুলো বারবার আসে সেগুলো চিহ্নিত করে ভালোভাবে রপ্ত করতে হবে। মূল বই থেকে সরাসরি প্রশ্ন না থাকলেও মূল বইয়ের অনুকরণে প্রশ্ন বানানো হয়, তাই মূল বইয়ের অঙ্কগুলোর ওপর দক্ষতা থাকা জরুরি। হিসাববিজ্ঞান অঙ্ক করতে হলে কিছু কিছু বিষয় আছে, যা মুখস্থ থাকতে হবে। যেমন : ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সূত্র, প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র, লাভ/ক্ষতি নির্ণয়ের সূত্র, মালিকানাস্বত্ব নির্ণয়ের সূত্র, চালান, ক্যাশমেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার ইত্যাদির ছক, বিশদ আয় বিবরণী, মালিকানাস্বত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীর ছক ইত্যাদি ভালোভাবে মুখস্থ রাখতে হবে।

এসব ভুলে গেলে জানা প্রশ্নের উত্তর ভুল হতে পারে। হিসাববিজ্ঞানে ভালো করতে হলে অবশ্যই বহু নির্বাচনী ও সৃজনশীল বারবার রিভিশন দিতে হবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ