আর্থিক বিবরণী অধ্যায় থেকে একটি মোট মুনাফা/মোট ক্ষতি, মালিকানাস্বত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী অথবা অনুপাত হতে এবং অন্যটি নিট মুনাফা/ক্ষতি ও আর্থিক অবস্থার বিবরণী/চলতি দায় পরিশোধ ক্ষমতা অথবা দীর্ঘমেয়াদি দায় পরিশোধক্ষমতা যাচাই করতে হবে। লেনদেন হতে বিবরণী ছক ও চালানের ছক ও মালিকানাস্বত্ব, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব, কারবারি বাট্টা, সাধারণ জাবেদা, ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা, নগদ প্রদান জাবেদা, দুইঘরা ও তিনঘরা নগদান বই এবং পারিবারিক হিসাব থাকবে। আর্থিক বিবরণী থেকে দুটি প্রশ্ন বাধ্যতামূলক দিতে হবে। তাই অধ্যায়টি সতর্কতার সঙ্গে অধ্যয়ন করতে হবে।
পরামর্শ
পয়েন্টভিত্তিক তথ্য মনে রাখতে হবে
- মো. ময়নুল হক, সিনিয়র শিক্ষক, বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা
অন্যান্য

বহু নির্বাচনী প্রশ্নের বহুপদী সমাপ্তিসূচক ও অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নগুলোর সঠিক উত্তরের জন্য বইয়ের বিভিন্ন পয়েন্টভিত্তিক তথ্য মনে রাখতে হবে। বহু নির্বাচনী প্রশ্নের উচ্চতর দক্ষতা যাচাইয়ের জন্য যে বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে তা হলো—মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহিতায় হিসাববিজ্ঞান, হিসাব সমীকরণ ও ব্যাবসায়িক লেনদেনের দলিল, মূলধন জাতীয় লেনদেন, নগদ বাট্টা, সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ান, হিসাবের জের টানা, কন্ট্রা দাখিলা, ব্যাংক হিসাবসংক্রান্ত লেনদেন, যেসব ভুল রেওয়ামিলে ধরা পড়ে না, বিভন্ন প্রকার ভুলের প্রকারভেদ, হিসাববিজ্ঞানের নীতিমালা, অনুপাত, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নিরুপণ, উৎপাদন ব্যয়ের উপাদানসমূহ, পারিবারিক বাজেট তৈরির নিয়ম ও বাজেটের নমুনা ইত্যাদি।
সম্পর্কিত খবর