♦ কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব এসিড থাকে। এ কারণে কাঁচা আম টক হয়। আম পাকলে এই জৈব এসিডেগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুকটোজ তৈরি হয়। তখন আম হয় মিষ্টি।
ফ্যাক্টস
টুকরো রসায়ন
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বই থেকে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস দেওয়া হলো
অন্যান্য

♦ রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ হলো বিষয়বস্তু নির্ধারণ।
♦ ইথার, অ্যালকোহল দাহ্য পদার্থ।
♦ কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন থাকে।
♦ তরল পদার্থের নির্দিষ্ট ভর ও আয়তন আছে; কিন্তু নির্দিষ্ট আকার নেই।
♦ বায়বীয় বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে; কিন্তু নির্দিষ্ট আকার কিংবা আয়তন নেই।
♦ গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম।
♦ কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
♦ সরু ছিদ্রপথে কোনো গ্যাস উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থান দিয়ে বেরিয়ে আসার প্রক্রিয়া হলো নিঃসরণ।
♦ ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই, কিন্তু নিঃসরণে আছে।
♦ পারদ তথা মারকারির প্রতীক Hg.
♦ প্রোটনসংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয়।
♦ কোনো পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভরসংখ্যা বলে।
♦ IUPAC-এর পূর্ণরূপ International Union of Pure and Applied Chemistry.
♦ পর্যায় সারণিতে ৭টি পর্যায় ও ১৮টি গ্রুপ রয়েছে।
♦ একই পর্যায়ের বাঁ থেকে ডানে গেলে মৌলগুলোর ধর্ম পর্যায়ক্রমে পরিবর্তিত হয়।
♦ যেসব মৌল কখনো ধাতু আবার কখনো অধাতুর মতো আচরণ করে তাদের অর্ধধাতু বা অপধাতু বলে।
♦ পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নিকরণ শক্তির মান কমে।
♦ পর্যায় সারণির ১ নম্বর গ্রুপের ৭টি মৌলের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি ৬টি মৌলকে ক্ষারধাতু বলে।
♦ কপার, সিলভার, গোল্ড—এ তিন মৌলকে মুদ্রা ধাতু বলে।
♦ পর্যায় সারণির ১৮ নম্বর গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলে।
♦ ২০১৬ সাল পর্যন্ত পৃথিবীতে ১১৮টি মৌল আবিষ্কার হয়েছে।
♦ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়।
♦ সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আয়নিক যৌগ অপেক্ষা কম।
♦ আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে।
♦ সব ধাতুই বিদ্যুৎ সুপরিবাহী।
♦ পানি একটি সর্বজনীন দ্রাবক।
♦ যেসব পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় তাদের বিক্রিয়ক বলে।
সংকলন : জুবায়ের আহম্মেদ
সম্পর্কিত খবর