শত+এক = শতেক।
মিতা+আলি = মিতালি।
রূপা+আলি = রূপালি।
শাঁখা+আরি = শাঁখারি।
শত+এক = শতেক।
মিতা+আলি = মিতালি।
রূপা+আলি = রূপালি।
শাঁখা+আরি = শাঁখারি।
মিথ্যা+উক = মিথ্যুক।
হিংসা+উক = হিংসুক।
মেয়ে+আলি = মেয়েলি।
পাঁচ+জন = পাঁজ্জন।
শরৎ+চন্দ্র = শরচ্চন্দ্র।
ঘর+জামাই = ঘজ্জামাই।
কুৎ+সিত = কুচ্ছিত।
অতি+অন্ত = অত্যন্ত।
প্রতি+ঊষ = প্রত্যুষ।
বন+ওষধি = বনৌষধি।
প্রতি+এক = প্রত্যেক।
জন+এক = জনৈক।
গঙ্গা+ঊর্মি = গঙ্গোর্মি।
নব+ঊঢ়া = নবোঢ়া।
সূর্য+উদয়= সূর্যোদয়।
হিত+এষী =হিতৈষী।
আদি+অন্ত= আদ্যন্ত।
শুভ+ইচ্ছা= শুভেচ্ছা।
মহা+ঈশ= মহেশ।
স্ব+অধীন= স্বাধীন।
সিংহ+আসন= সিংহাসন।
মহা+আশয়= মহাশয়।
অতি+ইত= অতীত।
অতি+ইন্দ্র= অতীন্দ্র।
মরু+উদ্যান= মরূদ্যান।
সতী+ঈশ= সতীশ।
সু+আগত= স্বাগত।
অনু+ইত= অন্বিত।
তনু+ঈ= তন্বী।
পৌ+অক= পাবক।
নৌ+ইক= নাবিক।
নৈ+অক= নায়ক।
সৎ+চরিত্র= সচ্চরিত্র।
উৎ+ছিন্ন= উচ্ছিন্ন।
বিপদ্+জনক= বিপজ্জনক।
প্র+ছদ= প্রচ্ছদ।
মুখ+ছবি= মুখচ্ছবি।
কুৎ+ঝটিকা= কুজ্ঝটিকা।
দিক্+অন্ত= দিগন্ত।
ণিচ্+অন্ত= ণিজন্ত।
উৎ+ডীন= উড্ডীন।
পদ্+হতি= পদ্ধতি।
সম্+চয়= সঞ্চয়।
সম্+ঘ= সংঘ।
তদ্+সম= তৎসম।
বৃষ্+তি= বৃষ্টি।
যা+ইচ্ছা+তাই= যাচ্ছেতাই।
হিম+আলয়= হিমালয়।
নর+অধম= নরাধম।
বিদ্যা+আলয়= বিদ্যালয়।
মত+ঐক্য= মতৈক্য।
ইতি+আদি= ইত্যাদি।
নদী+ অম্বু= নদ্যম্বু।
মসী+আধার= মস্যাধার।
লো+অন= লবণ।
গো+আদি= গবাদি।
অন্য+অন্য= অন্যান্য।
প্র+ঊঢ়= প্রৌঢ়।
কথা+ছলে= কথাচ্ছলে।
পরি+ছদ= পরিচ্ছদ।
উৎ+হার= উদ্ধার।
উৎ+লাস= উল্লাস।
তৎ+রূপ= তদ্রূপ।
সম্+তাপ= সন্তাপ।
ক্ষুধ্+পিপাসা= ক্ষুিপপাসা।
এক্+দশ= একাদশ।
পর্+পর= পরস্পর।
বন্+পতি= বনস্পতি।
বৃহৎ+পতি= বৃহস্পতি।
গো+পদ= গোষ্পদ।
নিঃ+আকার= নিরাকার।
শিরঃ+ছেদ= শিরশ্ছেদ।
নিঃ+চয়= নিশ্চয়।
নমঃ+কার= নমস্কার।
দুঃ+কর= দুষ্কর।
মনঃ+কষ্ট= মনঃকষ্ট।
অহঃ+অহ= অহরহ।
দেব+ঋষি= দেবর্ষি।
শীত+ঋত= শীতার্ত।
ষট্+ঋতু= ষড়ঋতু।
তরু+ছায়া= তরুচ্ছায়া।
চিৎ+ময়= চিন্ময়।
জগৎ+নাথ= জগন্নাথ।
দিব্+লোক= দ্যুলোক।
রত্ন+আকর= রত্নাকর।
ঢাকা+ঈশ্বরী= ঢাকেশ্বরী।
দৃশ+অনীয়= দর্শনীয়।
প্রাতঃ+আশ= প্রাতরাশ।
ষট্+দশ= ষোড়শ।
সম্+ধি= সন্ধি।
যাবৎ+জীবন= যাবজ্জীবন।
কুল+অটা= কুলটা।
প্রতি+উত্তর= প্রত্যুত্তর।
মহা+আশয়= মহাশয়।
সদা+এব= সদৈব।
ভূ+উর্ধ্ব= ভূর্ধ্ব।
আগামী সংখ্যায় ১০০টি গুরুত্বপূর্ণ বাগধারা থাকবে ব্যাখ্যাসহ।
সংকলন : অনয় আহম্মেদ
সম্পর্কিত খবর