প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন—বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানগড়, নওগাঁর পাহাড়পুর, কুমিল্লার ময়নামতি, নরসিংদীর উয়ারী-বটেশ্বর ইত্যাদি গুরুত্বপূর্ণ উদাহরণ।
মানুষের গুরুত্বপূর্ণ অজর্ন, যা মানব সমাজ-সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রেখেছে, তার সবই ইতিহাসের অন্তর্ভুক্ত। যেমন—মানুষ ও তার কর্মকাণ্ড, সমাজ-সভ্যতা, রাজনীতি, অর্থনীতি, শিল্পকলা, সাহিত্য-সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, যুদ্ধ, ধর্ম, আইন ইত্যাদি। আর বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা ইতিহাসের মৌলিক ভিত্তি।
ইতিহাস কেন পড়ব? ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে ও ভবিষ্যতে কী করতে হবে সে সম্পর্কে ধারণা দেয়। মানুষ মাত্রই অতীত থেকে শিক্ষা নেয়। ভালো-মন্দ পার্থক্য করতে, বিচার-বিশ্লেষণ করার ক্ষমতাও বাড়ায় ইতিহাস। স্বাধীন দেশের প্রত্যেক নাগরিকের তার দেশ ও জাতির ইতিহাস জানা জরুরি। কেননা ইতিহাসচর্চার মাধ্যমেই একজন নাগরিক তার নিজ দেশের ইতিহাস, জাতিসত্তা, সংস্কৃতি, ঐতিহ্য ও বিশ্বসভ্যতা সম্পর্কে জ্ঞান পেতে পারে। এ কারণে পণ্ডিতরা বলেন, ‘ইতিহাস হচ্ছে জাতির দর্পণ।’
জ্ঞানমূলক প্রশ্ন
ইতিহাসের জনক কে?
উত্তর : হেরোডোটাস।
হেরোডোটাস কোন দেশের বাসিন্দা ছিলেন?
উত্তর : গ্রিস।
কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়?
উত্তর : লিওপোল্ড ফন র্যাংকে।
কোন শব্দ থেকে History শব্দটির উৎপত্তি?
উত্তর : গ্রিক শব্দ Historia।
‘ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা’—উক্তিটি কার?
উত্তর : ইতিহাসবিদ র্যাপসনের।
‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মাঝে এক অন্তহীন সংলাপ’—উক্তিটি কার?
উত্তর : ই এইচ কারের।
‘প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস’—উক্তিটি কার?
উত্তর : লিওপোল্ড ফন র্যাংকে
‘সমাজের জীবনই ইতিহাস’—উক্তিটি কার?
উত্তর : টয়েনবি
ইতিহাসের উপাদান কয়টি ও কী কী?
উত্তর : ২টি, লিখিত ও অলিখিত।
ইতিহাসকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : ২টি, ভৌগোলিক অবস্থানগত ও বিষয়বস্তুগত ইতিহাস।
ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি?
উত্তর : ইমারত।
পূর্ণাঙ্গ ও বিস্তারিত ইতিহাস জানার জন্য কী প্রয়োজন?
উত্তর : লিখিত ও অলিখিত উপাদান।
কোনটি ইতিহাসের অলিখিত উপাদান?
উত্তর : শিলালিপি।
উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তর : নরসিংদী জেলা।
মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তর : বগুড়ায়।
পাহাড়পুর কোথায় অবস্থিত?
উত্তর : নওগাঁয়।
ময়নামতি কোথায় অবস্থিত?
উত্তর : কুমিল্লা।
অনুধাবনমূলক প্রশ্ন
ইতিহাসকে লিখিত দলিল বলা হয় কেন?
ইতিহাস কেন অন্যান্য বিষয় থেকে আলাদা?
ইতিহাস কিভাবে সচেতনতা বাড়াবে?
ভৌগোলিক অবস্থানগত ইতিহাস বলতে কী বোঝায়?
সৃজনশীল প্রশ্ন
শুভ, মিশুক, বীথি—তিন ভাই-বোন তাদের অধ্যাপক বাবার সঙ্গে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর’ ও ‘মুক্তিযুদ্ধ জাদুঘরে’ বেড়াতে যায় এবং অনেক চিত্তাকর্ষক প্রত্ননিদর্শন দেখে। সেখানে শুভ কামান, মসলিন শাড়ি, নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, গহনা দেখে; মিশুক ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত নিদর্শন এবং বীথি মুক্তিযুদ্ধের স্মারক, আত্মসমর্পণ দলিল ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনাসংবলিত পুস্তক-পত্রিকা দেখে।
(১) উদ্দীপকে শুভ ইতিহাসের কোন ধরনের উপাদান দেখেছিল পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো।
(২) বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে উক্ত উপাদানগুলোর তাৎপর্য তুলে ধরো।
বহু নির্বাচনী অভীক্ষা
জ্ঞানমূলক প্রশ্ন
ইতিহাস শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো—
ক. ইতিহ+আস খ. ইতি+হাস
গ. ইতিহ+হাস ঘ. ইতি+আস
ঐতিহাসিক হেরোডোটাস কর্তৃক গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধের বিষয় লিপিবদ্ধের কারণ—
i. জ্ঞানের বিস্তৃতি
ii. সচেতনতা বৃদ্ধি
iii. উদাহরণ হিসেবে উপস্থিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয়, কারণ—
i. যাতে পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায়
ii. এ বিবরণ তাদের উৎসাহিত করে
iii. তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন :
নিচের উদ্দীপকটি পড়ো এবং উত্তর দাও :
মিন্টু ঈদের ছুটিতে মা-বাবার সঙ্গে নওগাঁর পাহাড়পুর বিহার পরিদর্শনে যায়। সেখানে সে পাল আমলের প্রত্ননিদর্শন, টেরাকোটা, শিলালিপি, স্তম্ভলিপি, বৌদ্ধমূর্তি ইত্যাদি দেখতে পায়।
মিন্টু পাহাড়পুর বিহারে ইতিহাসের যে উপাদান দেখতে পায় তা হলো—
i. লিখিত
ii. অলিখিত
iii. প্রত্নতাত্ত্বিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
মিন্টু পাহাড়পুর বিহার পরিদর্শন করে জানতে পারবে প্রাচীন বাংলার—
i. রাজনৈতিক ইতিহাস
ii. ধর্মীয় ইতিহাস
iii. সাংস্কৃতিক ইতিহাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii