ঢাকা, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২, ১২ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২, ১২ মহররম ১৪৪৭
স্বাস্থ্য পরামর্শ

স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবে

  • প্রস্তুতি ভালো কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না, মানসিক চাপও বেশি—এমন হলে সারা বছরের প্রস্তুতিটাই বৃথা। তাই পড়াশোনার পাশাপাশি শরীর-স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। সুস্থ থাকতে হলে কী করণীয়—জানাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান
notdefined
notdefined
শেয়ার
স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবে

শিক্ষার্থীর স্বাস্থ্যের দিকে অভিভাবককেই বেশি খেয়াল রাখতে হবে। পড়াশোনার ব্যাপারে তাদের অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। মানসিক চাপে থাকলে শিক্ষার্থী স্বাভাবিকভাবে প্রস্তুতি নিতে পারবে না। খাবারদাবারের পাশাপাশি অনেক ব্যাপারেই সচেতন হতে হবে।

খাওয়াদাওয়া
পরীক্ষার আগে পড়ার চাপটা বেশি থাকে। তখন মানসিক-শারীরিক—দুই ধরনের শক্তিই জোগাতে হয়। তাই পরিমাণমতো ও সময়মতো খাবার খেতে হবে।  খাবারের তালিকায় লো-ফ্যাট ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখতে হবে।

*    সকালের নাশতা : রুটি খেলে চারটি, খিচুড়ি দুই কাপ, ডিম একটি, সবজি আধা কাপ, ফল একটি।

*    টিফিন : বাসায় তৈরি আলুর চপ/কাবাব/সমুচা দুটি, ফল একটি।

*    দুপুরের খাবার : ভাত চার কাপ, ডাল দুই কাপ, সবজি এক কাপ, শাক আধা কাপ, মাছ/মাংস দুই টুকরা।

*    বিকেলের নাশতা : বিস্কুট/কাবাব দুই টুকরা, বাসায় তৈরি সেমাই/সুজি আধা কাপ, বাদাম ৫০ গ্রাম।

*    রাতের খাবার (৮টার মধ্যে) : ভাত তিন কাপ, ডাল দুই কাপ, সবজি এক কাপ, মাছ/মাংস দুই টুকরা।

*    ঘুমানোর আগে : এক গ্লাস গরম দুধ।

চকোলেট, কেক, জাংক ফুড, অস্বাস্থ্যকর তৈলাক্ত খাবার, জুস, চিপস ইত্যাদি একেবারে খাবে না। পরিমাণমতো পানি ও ফল খাওয়ার চেষ্টা করবে।

পরীক্ষার আগের দিন বেশি রাত জাগা যাবে না, ঘুমটা যাতে ভালো হয়।

ঘুম ভালো হলে মাথা ঠাণ্ডা রেখে পরীক্ষা দেওয়া যাবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ