kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

চুয়াডাঙ্গায় এক দিনেই ৪ রোগী

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গায় এক দিনেই চার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই ঢাকায় আক্রান্ত হওয়ার পর বাড়ি এলে তা ধরা পড়ে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। গতকাল বুধবার পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ১৩ জন।

রোগীর স্বজনরা জানায়, কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। বড় ধরনের কোনো খরচ হচ্ছে না। হাসপাতালেই বিনা খরচে পরীক্ষা করা হচ্ছে। প্রথম দিকে যারা ভর্তি হয়েছিল, তাদের কেউ কেউ বাইরে থেকে ৪৫০ বা ৫০০ টাকা খরচ করে পরীক্ষা করে নিয়েছিল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবির জানান, ডেঙ্গু রোগীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা হাসপাতাল থেকেই করা হচ্ছে। কারো কারো দু-একটি পরীক্ষা বাইরে করাতে হচ্ছে।

 

মন্তব্যসাতদিনের সেরা