মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির প্রধান সিস্টার নির্মলার জীবনাবসান হয়েছে। মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
মাদার তেরেসার মৃত্যুর ছয় মাস আগে ১৯৯৭ সালের ১৩ মার্চ সিস্টার নির্মলা মিশনারিজ অব চ্যারিটির সুপিরিয়র জেনারেল নির্বাচিত হন।
মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলার প্রয়াণ
কালের কণ্ঠ অনলাইন

কলকাতার শিয়ালদহের সেন্ট জন'স চার্চে সিস্টার নির্মলার মরদেহ রাখা হয়েছে। বুধবার তার মরদেহ কলকাতার মাদার হাউসে নেওয়া হবে।
সিস্টার নির্মলার মৃত্যুতে শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, 'দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের কল্যাণে সিস্টার নির্মলা তার জীবন উৎসর্গ করেছেন। তিনি তার আত্মার শান্তি কামনা করেন।'
কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীও টুইটারে শোক জানিয়ে বলেছেন, 'সিস্টার নির্মলার মৃত্যুতে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

শিশুসহ ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
অনলাইন ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে ত্রাণপ্রার্থী শিশুসহ অন্তত ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।দখলদারদের অবরোধে গাজায় জ্বালানি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে গাজায়। এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
এদিকে সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার দক্ষিণ গাজার রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা চালিয়ে অন্তত ৫ ত্রাণপ্রার্থীকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাস্তুচ্যুত শিবিরে হামলা চালিয়ে ৯ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। এই হামলা আরো বহু মানুষ আহত হয়েছেন। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাণিজ্যিক কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত হন।
উত্তর গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে সেখানে একটি ইসরায়েলি ট্যাংক হামলার শিকার হয়েছে। আইডিএফ পরে জানিয়েছে তাদের ৩ সেনা নিহত হয়েছে।
এ ঘটনার পর তুফাহ এবং শুজাইয়া পাড়ার আশেপাশে ব্যাপক বিমান হামলা চালিয়ে আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।
এদিকে ইসরায়েলের সর্বাত্মক অবরোধে জ্বালানি ও খাদ্য সংকট চরমে পৌঁছেছে। গত ২ মার্চ থেকে গাজায় প্রায় সকল জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। এদিকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী সোমবার জানিয়েছেন, গত সপ্তাহে ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের চুক্তি হয় যেখানে গাজায় ত্রাণ প্রবেশ করতে দেওয়ার কথা ছিল। তবে বাস্তব চিত্র ভিন্ন; গাজায় ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

যুদ্ধাপরাধ : পিয়েতের শালার সাজা কমে ১৩ বছর
অনলাইন ডেস্ক

যুদ্ধাপরাধের মামলায় সাবেক কসোভো লিবারেশন আর্মির (কেএলএ) সদস্য পিয়েতের শালার সাজা কমিয়ে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৪ জুলাই) হেগের কসোভো ট্রাইব্যুনালের আপিল বিচারকরা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
২০২৪ সালে শালাকে যুদ্ধাপরাধের জন্য দোষী সাব্যস্ত করে ১৮ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক এই আদালত। পরবর্তীতে আপিল করলে কিছু ভুক্তভোগীকে নির্যাতন ও নির্বিচারে আটকের কয়েকটি রায় বাতিল করেন বিচারকরা।
১৯৯৮-৯৯ সালে সার্বিয়ার সৈন্যদের বিরুদ্ধে কসোভোর বিদ্রোহের সময় একটি অস্থায়ী বন্দিশালা পরিচালনা করতেন কসোভো লিবারেশন আর্মির এই সাবেক সদস্য।
তৎকালীন প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের নেতৃত্বে এই কসোভো বিদ্রোহে ১৩ হাজারেরা বেশি মানুষ নিহত হয়েছিল বলে ধারণা করা হয়।
নেদারল্যান্ডে অবস্থিত কসোভো স্পেশালিস্ট চেম্বারস আন্তর্জাতিক বিচারক ও আইনজীবী দ্বারা পরিচালিত একটি যুদ্ধাপরাধ আদালত। কেএলএ যোদ্ধাদের বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য কসোভো আইনের অধীনে ২০১৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি হেগে অবস্থিত জাতিসংঘের ট্রাইব্যুনাল থেকে আলাদা। ১৯৯০ এর দশকের বলকান যুদ্ধের জন্য প্রাক্তন যুগোস্লাভিয়ার নাগরিকদের বিচার করেছিল এই ট্রাইব্যুনাল।
সূত্র : রয়টার্স

দক্ষিণ আফ্রিকা
অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় পুলিশমন্ত্রী বরখাস্ত
অনলাইন ডেস্ক

অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী সেনজো ম্যাখুনুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ম্যাখুনুর অবর্তমানে আইনের অধ্যাপক ফিরোজ চাচালিয়াকে ভারপ্রাপ্ত পুলিশমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে রামাফোসা বলেন, এসব অভিযোগের জরুরি এবং সামগ্রিক তদন্ত হওয়া প্রয়োজন। এ জন্য শিগগিরই একটি বিচারিক কমিশন গঠন করা হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার ম্যাখুনুর বিরুদ্ধে কোয়াজুলু-নাতাল প্রদেশের পুলিশ কমিশনার নাহ্লানাহ্লা ম্যাখোয়ানাজির অভিযোগের পর রামাফোসা এই পদক্ষেপ নেন।
রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) অন্যতম জ্যেষ্ঠ নেতা হচ্ছেন ম্যাখুনু।

পুতিন ভালো কথা বললেও সন্ধ্যায় সবাইকে বোমা মারেন : ট্রাম্প
অনলাইন ডেস্ক

ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এই ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘কারণ পুতিন মুখে ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন’— তাই ইউক্রেনের জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ট্রাম্প নির্দিষ্ট করে কতগুলো প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হবে, তা জানাননি।
তিনি আরো জানান, ‘আমরা অত্যন্ত আধুনিক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি। ইউক্রেন আমাদের পুরো ১০০ শতাংশ অর্থ দেবে, আমরাও সেটাই চাই।’
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ট্রাম্প ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের একটি নতুন পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন।
উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে আরো প্রতিরক্ষা সরঞ্জামের দাবি জানিয়েছেন। রাশিয়া প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের অবকাঠামো ও জনবসতিকে টার্গেট করছে।
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাবো, যেটা তাদের খুব প্রয়োজন। পুতিন সত্যিই অনেক মানুষকে অবাক করেছে। মুখে ভালো কথা বলে, তারপর সন্ধ্যাবেলা সবাইকে বোমা মারে।
ট্রাম্প দাবি করেছেন, পুতিন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তাবে সাড়া দিচ্ছেন না, যা তাকে হতাশ করেছে। সেই কারণেই এখন তিনি ইউক্রেনকে আরো শক্তিশালী প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
সূত্র : রয়টার্স