<p> পৃথিবীর মতোই ভূমিকম্পের জেরে কাঁপে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদও। চন্দ্রপৃষ্ঠের অভ্যন্তরের টেকটোনিক প্লেটের নড়াচড়া একই ভাবে সেখানেও ভূমিকম্পের কারণ হয়ে ওঠে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান স্কুলের ভূতত্ত্ব ও রিমোট সেনসিং-এর অধ্যাপক সৌমিত্র মুখার্জি ও তাঁর ছাত্রী প্রিয়দর্শীনি সিং চন্দ্রায়ন ওয়ানের তোলা একটি ছবিকে ব্যাখা করে চাঁদের বুকেও টেকটোনিক প্লেটের উপস্থিতির কথা উল্লেখ করেছেন। সৌমিত্র মুখার্জি জানিয়েছেন, চাঁদের দক্ষিণ মেরুপ্রদেশ থেকে সংগৃহীত ডেটা প্রমাণ করে পৃথিবীর মতোই চাঁদেও টেকটোনিক প্লেটের নড়াচড়া হয়। ''চাঁদে টেকটোনিক প্লেটের আন্দোলন প্রমাণ করে চন্দ্রপৃষ্ঠের অভ্যন্তরে কিছু তরল পদার্থও রয়েছে।'' জানিয়েছেন অধ্যাপক মুখার্জি। ''চাঁদ ও পৃথিবীর কম্পনের তুলনামূলক আলোচনা প্রয়োজন।'' বলেছেন তিনি। এই মুহূর্তে ভূকম্পনের আগাম গণনা সম্ভব নয়। এই তুলনামূলক আলোচনা ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার পথ কিছুটা প্রসস্থ করবে বলে আশা করেছেন তিনি।</p>