চট্টগ্রামের সীতাকুণ্ডে টাস্কফোর্সের অভিযানে ৫ কোটি ৪০ টাকার আইস উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫০২৬৭) কে থামার জন্য সংকেত দেয় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, বর্ডার গার্ড বাংলাদেশ, চট্টগ্রাম ব্যাটালিয়ান, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। পরে ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে তাতে অভিযান পরিচালনা করা হলে বাসের মালামাল রাখার ক্যারিয়ারে মেরুন রংয়ের একটি হাত ব্যাগের ভেতরে থাকা সাদা পলিথিনে মোড়ানো এক কেজি ৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সদৃশ্য বস্তু পাওয়া যায়।