চট্টগ্রামে আলুর আড়তে বড় অনিয়ম এবার হাতেনাতে ধরল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাহাড়তলী বাজারের আড়তদার মেসার্স লাকী স্টোর মুন্সিগঞ্জের হিমাগার থেকে ২৭ টাকায় কেনা আলু পাইকারিতে কেজি ৩৯ টাকায় বিক্রি করছিলেন। অর্থাৎ কেজিতেই মুনাফা করেছিলেন ১২ টাকা। সেটি ধরা পড়ার পর প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমানকে নগদ এক লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার টিম।
লাখ টাকা জরিমানা
আলুর আড়তে অনিয়ম হাতেনাতে ধরল ভোক্তা টিম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অভিযানে পাহাড়তলী বাজারে ডিম ও আলুর আরো দুটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযান দল রিয়াজউদ্দিন বাজারে গেলেও সঠিক তথ্য না থাকায় জরিমানা করতে পারেনি।
জানতে চাইলে চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক ফয়েজ উল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মী তথ্য দিয়েছেন তার হিমাগার থেকে ১৭ সেপ্টেম্বর ২৭ টাকা দরে আলু চট্টগ্রামের পাহাড়তলী ও রিয়াজউদ্দিন বাজার পাঠিয়েছেন। সেই তথ্য যাচাই করতে গিয়ে লাকী স্টোরে ২৫০ বস্তা আলু পাঠানোর তথ্য পাই। এরপর তদন্ত ও কাগজপত্র যাচাই করে অনিয়ম নিশ্চিত হই যে প্রতিষ্ঠানটি ৩৯ টাকা কেজিতে আলু বিক্রি করছিল। এজন্য সেই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার সারাদেশের মতো চট্টগ্রামের বাজারেও নিয়মিত অভিযান চালাচ্ছে। এই প্রথম হাতেনাতে প্রমাণ মিলল। সরকার হিমাগার থেকে আলু বিক্রির ক্ষেত্রে কেজি ২৭ টাকা নির্ধারণ করে দিয়েছে। এই দামের বেশি বিক্রির প্রমাণ পেলে আড়তে থাকা সব আলু জব্দ করে বিক্রির হুঁশিয়ারি দেওয়া হয় ভোক্তা অধিকারের কেন্দ্রীয় মহাপরিচালকের পক্ষ থেকে।
সম্পর্কিত খবর