আগামী অক্টোবরেই কক্সবাজার যাচ্ছে রেল। রেললাইনে চলাচলের জন্য আগে থেকেই চট্টগ্রামের পটিয়া স্টেশনে রাখা হয়েছে ৬টি সম্পূর্ণ নতুন বগি ও ইঞ্জিন। এগুলো দিয়েই চলবে পরীক্ষামূলক চলাচল। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম-কক্সবাজার পর্যন্ত রেললাইনের আনুষ্ঠানিক চলাচল উদ্বোধন করবেন।
পটিয়া
কক্সবাজারে পরীক্ষামূলক রেল চলাচল অক্টোবরেই
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবরে রেললাইন চলাচল উদ্বোধনের জন্য চলছে জোর প্রস্তুতি। মূলত জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কক্সবাজার পর্যন্ত রেললাইন চালুর কাজটি আনুষ্ঠানিক উদ্বোধন করতে চান প্রধানমন্ত্রী। এই কারণে উদ্বোধন হলেও বাণিজ্যিক অর্থাৎ সর্বসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক মফিজুর রহমান বলেন, এবার দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইনের সংস্কার কাজও শেষ হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য কালুরঘাট সেতুটি মজবুত করতে দ্রুত সংস্কার করা হচ্ছে। সে লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে এ সেতুতে।
প্রকল্পের অতিরিক্ত পরিচালক আবুল কালাম চৌধুরী বলেন, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজার এসব স্টেশনে থাকবে কম্পিউটার বেইজড ইন্টারলক সিগন্যাল সিস্টেম এবং ডিজিটাল টেলিকমিউনিকেশন সিস্টেম। দোহাজারী থেকে চকরিয়া এবং চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথে ৩৯টি ব্রিজ ও আন্ডারপাসসহ ২৫১টি কালভার্ট নির্মাণ সম্পন্ন হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন ও স্টেশনের কাজ প্রায় ৮৮ শতাংশ শেষ হয়েছে। কক্সবাজারে আইকনিক স্টেশনে প্ল্যাটফর্ম ও প্যাসেঞ্জার লাউঞ্জ প্রস্তুত করা হয়েছে। ১০০ কিলোমিটারের মধ্যে প্রায় ৯৫ কিলোমিটার রেললাইনের কাজ শেষ হয়েছে। এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় এই রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যয় হচ্ছে ১৮ হাজার ৩৪ কোটি টাকা।
সম্পর্কিত খবর