ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
সংক্ষিপ্ত

চট্টগ্রামে ডেঙ্গু এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে ডেঙ্গু এক শিশুর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াছ নামে আড়াই বছর বয়সী এক শিশু মারা গেছে। গত শনিবার সকাল পৌনে ৭টায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৯টার দিকে মারা যায় শিশু ইলিয়াছ। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ওই শিশু মারা যাওয়ার দিনে বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১১০ জন। এ নিয়ে চলতি বছরের গত ৭ মাস ১৩ দিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৫৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের (৪ হাজার ৫৩ জন)  মধ্যে এই পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিশু ১৫ জন, নারী ১০ জন এবং পুরুষ ৮ জন।

বর্তমানে নগর ও জেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছে ২৬১ জন। অন্যরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ