ঢাকা, সোমবার ১৪ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৮ মহররম ১৪৪৭

ঢাকা, সোমবার ১৪ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২, ১৮ মহররম ১৪৪৭
সংক্ষিপ্ত

মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইসহাক মিয়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইসহাক মিয়া

বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বঙ্গবন্ধুর স্নেহধন্য রাজনীতিক মো. ইসহাক মিয়ার নাম জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল সোমবার সকালে সিটি মেয়র কাউন্সিলরদের নিয়ে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য মো. ইসহাক মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সিটি মেয়র বলেন, ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনসহ ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেন মোহাম্মদ ইসহাক মিয়া। বঙ্গবন্ধুর আহ্বানে তিনি চট্টগ্রামে মুক্তিযুদ্ধ সংঘটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এ জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের পাতায় চট্টগ্রামের কৃতী সন্তান মোহাম্মদ ইসহাক মিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর গোলাম মো. জোবায়ের, নাজমুল হক ডিউক, শাহেদ ইকবাল বাবু, গাজী মো. শফিউল আজিম, মোহাম্মদ ইসমাইল, আবুল হাসনাত মো. বেলাল, জাফরুল হায়দার সবুজ, আবদুস সালাম মাসুম প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ