চট্টগ্রামের কর্ণফুলীতে ৫ হাজার লিটার চোরাই অকটেনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় শিকলবাহার ইউনিয়নের আজিজ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল-চরপাথরঘাটা ইউনিয়নের খুইল্যামিয়া বাড়ির মৃত ইয়াছিন আহম্মদের ছেলে মো. কোরবান আলী (৪৮) ও পটিয়া উপজেলার মুন্সি হাটের আবদুল মতিনের ছেলে মো. এমদাদ হোসেন হৃদয় (২০)।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, কর্ণফুলী থেকে অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অকটেন তেল মজুদ করার সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।