ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

মশা নিয়ন্ত্রণে ৪১ ওয়ার্ডে ওষুধ ছিটানো শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
মশা নিয়ন্ত্রণে ৪১ ওয়ার্ডে ওষুধ ছিটানো শুরু
চট্টগ্রামের চকবাজার ওয়ার্ডের পাঁচলাইশ আবাসিক এলাকায় ফগার মেশিনে ওষুধ ছিটিয়ে এডিস মশা নিয়ন্ত্রণের কার্যক্রম উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা জহুর। ছবি : কালের কণ্ঠ

এডিস মশা নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল রবিবার চকবাজার ওয়ার্ডের পাঁচলাইশ আবাসিক এলাকায় ফগার মেশিনে ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা জহুর। এ সময় তিনি বলেন, চসিক ও নগরবাসীর সমন্বিত উদ্যোগেই এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব। মশামুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়ার প্রত্যয় নিয়ে এ ক্রাশ প্রোপ্রাম বর্ষা মৌসুমজুড়ে ৪১টি ওয়ার্ডে চলমান থাকবে।

নগরবাসীর সহযোগিতা কামনা করে প্যানেল মেয়র বলেন, পরিষ্কার ও বদ্ধপানি এডিস মশার প্রজনন ক্ষেত্র। তাই বসতবাড়ির আশপাশে ডাবের খোসা, ফুলের টব, ছাদ ও ফ্রিজের নিচের ট্রেতে তিন দিনের বেশি পানি যাতে জমানো না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বাসা বাড়ি, ছাদ-আঙ্গিনা নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এটি আমাদের সকলের নাগরিক দায়িত্ব।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ