এডিস মশা নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল রবিবার চকবাজার ওয়ার্ডের পাঁচলাইশ আবাসিক এলাকায় ফগার মেশিনে ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা জহুর। এ সময় তিনি বলেন, চসিক ও নগরবাসীর সমন্বিত উদ্যোগেই এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব। মশামুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়ার প্রত্যয় নিয়ে এ ক্রাশ প্রোপ্রাম বর্ষা মৌসুমজুড়ে ৪১টি ওয়ার্ডে চলমান থাকবে।
মশা নিয়ন্ত্রণে ৪১ ওয়ার্ডে ওষুধ ছিটানো শুরু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরবাসীর সহযোগিতা কামনা করে প্যানেল মেয়র বলেন, পরিষ্কার ও বদ্ধপানি এডিস মশার প্রজনন ক্ষেত্র। তাই বসতবাড়ির আশপাশে ডাবের খোসা, ফুলের টব, ছাদ ও ফ্রিজের নিচের ট্রেতে তিন দিনের বেশি পানি যাতে জমানো না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বাসা বাড়ি, ছাদ-আঙ্গিনা নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এটি আমাদের সকলের নাগরিক দায়িত্ব।
সম্পর্কিত খবর