ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারার হাইলধরে পুকুরে ডুবে মোহাম্মদ জুনাইদ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুনাইদ এলাকার মাওলানা শোয়াইবের ছেলে। শোয়াইবের এক ছেলে ও এক মেয়ের মধ্যে জুনাইদ বড় ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলার সময় পুকুরে পড়ে যায় জুনাইদ। পরে লোকজনের চিৎকার শুনে বাবা এসে জুনাইদকে পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ বলেন, হাসপাতালে আনার পর আমি নিজেই শিশুটিকে দেখি। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আমরা শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ