কক্সবাজার পৌরসভা নির্বাচনের ৫ মেয়র প্রার্থীকে আচরণবিধি মেনে সুষ্ঠু পরিবেশ রক্ষায় ওয়াদা নিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান। নির্বাচনে ৫ প্রার্থীকে এক সঙ্গে হাতে হাত রেখে এমন ওয়াদা আদায় করেন তিনি।
এ সময় তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় দায়িত্ব আপনাদের। এবার ইলেকশন কাকে বলে, কত প্রকার ও কি কি, তা কক্সবাজার পৌর নির্বাচনে দেখিয়ে দেবে কমিশন।
চলবে না পেশিশক্তি ও কালো টাকার প্রভাব। কোনো এজেন্ট বা সমর্থক ভোটারদের ভোট প্রদানে প্রভাবিত করলে গ্রেপ্তার করা হবে। আচরণবিধি লঙ্ঘন করলে বাতিল হবে প্রার্থিতা।
গতকাল শনিবার বেলা ১২টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘পৌরসভা সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের উপস্থিতিতে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে অনুষ্ঠানস্থল ত্যাগ করার আগে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে ৫ মেয়র প্রার্থীকে ডেকে কথা বলেন তিনি। এ সময় ৫ প্রার্থীকে এক সঙ্গে হাতে হাত রেখে আদায় করেন ওয়াদা।
এ ৫ প্রার্থী হলেন-আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. মাহাবুবর রহমান চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ, রাশেদের স্ত্রী জোছনা হক, বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী মো. জাহেদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া। প্রসঙ্গত আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।