চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন আগামী ১৭ জুলাই। গতকাল বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল থেকে দোহাজারী পৌরসভা নির্বাচনের এই তথ্য জানা গেছে।
জানা যায়, দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ১৮ জুন, বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহার ২৫ জুন, ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। দোহাজারী পৌরসভার প্রথম এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী অংশ নিতে পারেন বলে দলীয় সূত্রগুলো জানান।