চট্টগ্রামের কর্ণফুলীতে ১৩ বছর আগে জমি-জমার বিরোধে প্রতিবেশীকে খুনের ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল-মোহাম্মদ জাবেদ, হাবিজ আহমদ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন হলেন মিন্টু মিয়া।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা মাহমুদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৫ নভেম্বর কর্ণফুলীতে সিমেন্টের পিলার বসিয়ে জায়গা দখলে বাধা দিলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন আবদুস সবুর। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে কর্ণফুলী থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১১ সালের সেপ্টেম্বরে ৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত ৮ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/১৪৯/৩২৪ ধারায় অভিযোগ গ্রহণ করে বিচার শুরুর আদেশ দেন। চার্জশিটভুক্ত দুই আসামি মৃত্যুবরণ করেন।
অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, এ মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দিয়েছেন।
অপরাধ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।