আনোয়ারায় জুঁইদণ্ডী ইউনিয়নে ডিবি পরিচয় দিয়ে এক ব্যক্তির ওপর হামলা করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে আট যুবক। গত মঙ্গলবার রাত ১০টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ারা থানায় হামলা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।
আনোয়ারা
অস্ত্রসহ জনতার হাতে আটক ৮
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

গ্রেপ্তারকৃতরা হল-পটিয়া উপজেলার মো. মহিউদ্দিন (১৯), কর্ণফুলী উপজেলার মো. সাগর (২০), বাঁশখালী উপজেলার মাহমুদুল হাসান (৩০), মাহামুদুল ইসলাম (২২), নজরুল ইসলাম (১৯), আবদুল মালেক (২৭), মিজানুর রহমান (২২) ও চন্দনাইশ উপজেলার অভিজিত দাশ (২৩)। তাদেরকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান জানান, জুঁইদণ্ডী থেকে ঘটনা করে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে জুঁইদণ্ডী এলাকার মোক্তার তাদের ভাড়া করে নিয়ে আসে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মো. মোজাম্মেল হক বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় তিনটি সিএনজি আটোরিকশা করে তারা এখানে আসে।
সম্পর্কিত খবর