ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭
আনোয়ারা

অস্ত্রসহ জনতার হাতে আটক ৮

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
অস্ত্রসহ জনতার হাতে আটক ৮

আনোয়ারায় জুঁইদণ্ডী ইউনিয়নে ডিবি পরিচয় দিয়ে এক ব্যক্তির ওপর হামলা করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে আট যুবক। গত মঙ্গলবার রাত ১০টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ারা থানায় হামলা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল-পটিয়া উপজেলার মো. মহিউদ্দিন (১৯), কর্ণফুলী উপজেলার মো. সাগর (২০), বাঁশখালী উপজেলার মাহমুদুল হাসান (৩০), মাহামুদুল ইসলাম (২২), নজরুল ইসলাম (১৯), আবদুল মালেক (২৭), মিজানুর রহমান (২২) ও চন্দনাইশ উপজেলার অভিজিত দাশ (২৩)। তাদেরকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান জানান, জুঁইদণ্ডী থেকে ঘটনা করে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে জুঁইদণ্ডী এলাকার মোক্তার তাদের ভাড়া করে নিয়ে আসে।

জুঁইদণ্ডীর চেয়ারম্যান মো. ইদ্রিস ও তার পরিবারের সঙ্গে মোক্তারের বিরোধ চলে আসছে। তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। অস্ত্র ও হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মো. মোজাম্মেল হক বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় তিনটি সিএনজি আটোরিকশা করে তারা এখানে আসে।

এ সময় তারা নিজেদের ডিবি বলে পরিচয় দেয়। এরপর জুঁইদণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিসের ফুফাতো ভাই মৎস্য ব্যবসায়ী মো. জালালের ওপর হামলা করলে লোকজন তাদের ধাওয়া করে। পরে পালিয়ে যাওয়ার সময় বরুমচড়ার ভরাচর এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে। আটকের পর স্থানীয় মোক্তারই তাদের ভাড়া করে এনেছে বলে জানিয়েছে। তিনি আরো জানান, মোক্তার ২০১৭ সালে যুবলীগ নেতা কফিল উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ