ঢাকা, সোমবার ১৪ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২, ১৮ মহররম ১৪৪৭

ঢাকা, সোমবার ১৪ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২, ১৮ মহররম ১৪৪৭
চট্টগ্রাম

বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের দাবি ছাত্র ফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের দাবি ছাত্র ফ্রন্টের
শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দসহ ৪ দফা দাবিতে সমাবেশ ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম মহানগর। ছবি : সংগৃহীত

শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দসহ ৪ দফা দাবিতে সমাবেশ ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

গতকাল বুধবার সকাল ১১টায় নগরের নিউমার্কেট মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালেকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনের নেতারা।

এর আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রায়হান উদ্দিন, ঋজু লক্ষ্মী।

সমাবেশে বক্তারা বলেন, আগামীকাল (আজ) ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এরমধ্যে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে প্রায় ৭ লাখ ৬১ হাজার ৯৯১ কোটি টাকার বিশাল আকারের বাজেটের কথা শোনা গেছে। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অনিশ্চয়তা বেড়েছে।

দেশে সব মিলিয়ে শিক্ষার্থী প্রায় পাঁচ কোটি। এই বিপুল সংখ্যার ছাত্রছাত্রীদের জন্য সরকারি উদ্যোগ খুবই অপ্রতুল। সারা পৃথিবীর মধ্যে শিক্ষা খাতে ব্যয়ের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান শেষ দিক থেকে দ্বিতীয়! ফলে শিক্ষার বাণিজ্যিকীকরণের সঙ্গে সঙ্গে বেড়েছে শিক্ষায় ধনী গরিব বৈষম্য।

বক্তারা আরো বলেন, শিক্ষাজীবন বাঁচাতে তাই এবার জাতীয় বাজেটে শিক্ষা খাতে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংকট নিরসনে আগামী ২০২৩-২৪ অর্থবছরের শিক্ষাখাতে ২৫% বরাদ্দ দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। চট্টগ্রামসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা গড়ে তুলে হলে দখলদারিত্ব বন্ধ করা কর্তব্য। নতুন নতুন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে দেশের জনগণের কাছে শিক্ষা আরো সহজলভ্য করা এখন সময়ের দাবি।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ