ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭
চারজন গ্রেপ্তার

শিশু চুরি করে নিঃসন্তান নারীর কাছে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
শিশু চুরি করে নিঃসন্তান নারীর কাছে বিক্রি

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থেকে আড়াই বছর বয়সী শিশু চুরির ঘটনায় এক নারীসহ চারজনকে গ্র্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার বিকেল থেকে রাতভর অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলা ও চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।

গত ২৫ এপ্রিল দুপুরে নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকা থেকে আড়াই বছর বয়সী শিশুটি নিখোঁজ হয়।

গ্র্রেপ্তার চারজন হলো-নুর ইসলাম মুরাদ (২৪), মো. জুয়েল (১৯), মো. রাসেল (৩৭) এবং রীমা আক্তার (৩০)।

গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকায় নিঃসন্তান রীমা আক্তারের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করে তাকে গ্র্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। রাতভর নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় অভিযান চালিয়ে গ্র্রেপ্তার করা হয় শিশু চুরির সঙ্গে জড়িত তিনজনকে।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে চুরি করে নিয়ে দুই লাখ ২০ হাজার টাকায় নিঃসন্তান ওই নারীর কাছে বিক্রি করেছিল বাকি তিনজন।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, গত ২৫ এপ্রিল দুপুরে শিশুটি নিখোঁজ হলে মা পারুল বেগম সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

ঘটনা তদন্তে জানা যায়, মধ্যম মোহরার এ এল খান উচ্চ বিদ্যালয়ের পেছনে বাসার অদূরে শিশুটি খেলছিল।

ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক যুবক শিশুটিকে অটোরিকশায় তুলে নিয়ে যাচ্ছে। এর সূত্র ধরে পুলিশ তদন্ত করে হাটহাজারীর ছিপাতলীতে রিমা আক্তারের বাসায় শিশুটির সন্ধান পায়।

পরে রীমার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে তিনজনকে শনাক্ত করে গ্র্রেপ্তার করা হয়।

তবে শিশুটিকে চুরির মূল হোতা মো. হাশেম পলাতক আছে বলে জানান ওসি।

নিঃসন্তান রীমা আক্তারের সঙ্গে আগে থেকেই তাদের দুই লাখ ২০ হাজার টাকায় একটি শিশু পাইয়ে দেওয়ার মৌখিক চুক্তি হয়েছিল। হাশেমসহ চারজন মিলে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে চুরি করে নিয়ে যায়। চুরি করা শিশুটিকে তাকে হস্তান্তরের পর রীমা প্রতিশ্রুতি অনুযায়ী টাকা পরিশোধ করেন।

এদিকে, নিখোঁজের চারদিন পর বুকের ধনকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পারুল বেগম।

গতকাল শনিবার সকালে থানায় শিশুটিকে বার বার বুকে জড়িয়ে ধরে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন তিনি।

শিশু চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেছেন পারুল বেগম। গ্রেপ্তারের পর তাদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ