ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

দাম বেশি নেওয়ায় তিন দোকানদারকে জরিমানা

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি
শেয়ার
দাম বেশি নেওয়ায় তিন দোকানদারকে জরিমানা

পবিত্র রমজান ও আসন্ন বৈসাবি উৎসবকে সামনে রেখে বাজার ব্যবস্থা মনিটরিং ও অভিযান পরিচালনা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা না থাকা ও পণ্যের দাম বেশি রাখায় তিন দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের বনরূপা বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

মনিটরিং ও অভিযান পরিচালনা করা রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ব্যবসায়ীরা কেনা দাম থেকে লাভ করেই পণ্য বিক্রি করুক।

তবে সেটা যেন অতিরিক্ত না হয়, তা দেখার জন্য আমাদের এই মনিটরিং। আগে সতর্ক করার পরও যারা মূল্য তালিকা রাখেনি ও বাড়তি দামে পণ্য বিক্রি করছে তাদের জরিমানা করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে সাধারণ মানুষ ন্যায্য দামে পণ্য কিনতে পারবেন।

অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, মুরগি, গরুর মাংস, মাছের বাজার ও শপিং কমপ্লেক্সে দাম যাচাই-বাছাই করা হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ