পবিত্র রমজান ও আসন্ন বৈসাবি উৎসবকে সামনে রেখে বাজার ব্যবস্থা মনিটরিং ও অভিযান পরিচালনা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা না থাকা ও পণ্যের দাম বেশি রাখায় তিন দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের বনরূপা বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
মনিটরিং ও অভিযান পরিচালনা করা রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ব্যবসায়ীরা কেনা দাম থেকে লাভ করেই পণ্য বিক্রি করুক।