চট্টগ্রামে মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরির ২৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ সব তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকাল সাড়ে আটটা থেকে গতকাল সকাল পর্যন্ত চট্টগ্রাম মহানগর এবং সন্দ্বীপ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মিঠন ধর (২৯), মো. খোরশেদ আলম (২৯), মো. বাবর ওরফে বাবুল (৩৫), মো. শাহেদ (২৬), মো. রিপন (৪০)।
সিএমপির উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের মোটরসাইকেল চুরির ঘটনার সূত্র ধরে তদন্তে নেমে পুরো চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানান, অভিযানের সময় দিদার হোসেন (৩০) ও নজরুল ইসলাম ওরফে তাহের (৩০) নামের দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। মাত্র ১০-২০ সেকেন্ড সময়ের মধ্যে তাঁরা একটি মোটরসাইকেল চুরি করে ঘটনাস্থল ত্যাগ করতে পারে। চট্টগ্রাম মহানগরীসহ আশেপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে সন্দ্বীপ থানা এলাকা এবং কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় সেগুলো বিক্রি করে থাকে চক্রটি। মূলত চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য তাঁরা বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপকে বেছে নিয়েছে।
জানা যায়, গ্রেপ্তারকৃতরা তিন থেকে ছয় বছর ধরে মোটরসাইকেল চুরি-ছিনতাইয়ে জড়িত। মোটরসাইকেল চুরির অপরাধে মিঠনের বিরুদ্ধে তিনটি, বাবরের বিরুদ্ধে দুটি এবং খোরশেদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
গতকাল সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী, পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদারসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।