ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

৩৫ টাকায় চাল, চিনি ৬০ টাকায় বিক্রি করছে চেম্বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
৩৫ টাকায় চাল, চিনি ৬০ টাকায় বিক্রি করছে চেম্বার
রোজায় ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। ছবি : কালের কণ্ঠ

রোজা ঘিরে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম চেম্বার। বাংলাদেশে এই ধরনের ব্যতিক্রমী কার্যক্রম শুরু করে এই চেম্বার। পরে অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান অনুসরণ করে। সেই ধারাবাহিকতায় এই রোজায়ও চাল ও চিনি বিক্রি করছে ভোক্তাদের জন্য।

কিন্তু প্রতিবছর একজন ভোক্তা ২ কেজি চিনি এবং ৫ কেজি চাল কিনতে পারলেও এবার সেটি কমিয়ে এক কেজি চিনি ও তিন কেজি চাল কেনার সীমা নির্ধারণ করে দিয়েছে চেম্বার কর্তৃপক্ষ। এর ফলে একজন ক্রেতা আগের মতো পণ্য কিনতে পারবেন না।

গতকাল বুধবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে আনুষ্ঠানিক এই ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এই কেন্দ্রে একজন ক্রেতা প্রতি কেজি আতপ ও সিদ্ধ চাল ৩৫ টাকা এবং চিনি ৬০ টাকা দরে কিনতে পারবেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার সভাপতি রমজানে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য প্রত্যেককে একবারে না কিনে চাহিদানুযায়ী ভাগ করে ক্রয় করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া পণ্যের অতিরিক্ত মজুদ ও মুনাফা না করে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শনের আহবান জানান।

এ সময় চেম্বারের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মো. ইফতেখার ফয়সাল, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম) উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ