ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭
সীতাকুণ্ড

স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকা থেকে মো. মিজান (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বারআউলিয়ার কাজলী পাড়াস্থ জসীমের ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে মিজান আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা পুলিশের। প্রকৃত ঘটনা জানতে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

মৃত মো. মিজান বরগুনা জেলার তালতলী থানার গাবতলী গ্রামের মো. হোসেন মৃধার পুত্র। মো. মিজান সীতাকুণ্ডের সোনাইছড়িতে একটি লোহার ডিপোতে চাকরির সুবাদে ওই এলাকার জনৈক জসীমের ভাড়া বাসায় স্ত্রী ময়না বেগম (২৫) কে নিয়ে বসবাস করছিলেন।

থানা সূত্রে জানা গেছে, স্ত্রীর মোবাইলে ইন্টারনেট সংযোগ নিয়ে সন্দেহের বশে মঙ্গলবার শবেবরাতের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী প্রতিবেশীর ঘরে চলে যান।

রাত সাড়ে ১০টায় স্ত্রী ঘরে ফিরে দেখেন স্বামী মিজান ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে তাঁর স্ত্রী বাদী হয়ে রাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, স্ত্রীর মোবাইলে এমবি রিচার্জ করা দেখে সন্দেহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে স্ত্রী ঘর থেকে বের হয়ে যান।

এতে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন বলে বাদী দাবি করেছেন। তবুও লাশ ময়নাতদন্ত করাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনাটি পরিষ্কার হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ