ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭
চট্টগ্রামের ডিসি

অনিয়মে শিল্পকারখানা পরিচালনা করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
অনিয়মে শিল্পকারখানা পরিচালনা করলে ব্যবস্থা

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত না করে কোনো শিল্প-কারখানা নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আইন না মেনে অনিয়ম করে কেউ শিল্প কারখানা পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম-নীতির মধ্যে থেকেই সবাইকে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।

গতকাল সোমবার দুপুরে সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলার ভারী ও মাঝারি শিল্পপ্রবণ এলাকায় দুর্ঘটনা হ্রাসকল্পে মহাপরিকল্পনা প্রণয়নের নিমিত্তে জেলা প্রশাসক আয়োজিত জরুরি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ডিসি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, স্মার্ট বাংলাদেশে পরিণত করা। এজন্য অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উন্নয়নের মূল খুঁটি শ্রমিক এবং সেই শ্রমিকের নিরাপত্তা, উদ্যোক্তাদের মূলধনের নিরাপত্তা দুটিকেই গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, গত ৪ মার্চ সীতাকুণ্ডে কদমরসুলে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হয় আরো অনেকে। এর আট মাস আগে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এ দুর্ঘটনা রোধে আমরা একটি মহাপরিকল্পনা গ্রহণ করতে চাই। কর্ণফুলী, আনোয়ারা, মিরসরাই, হাটহাজারী এলাকায়ও শিল্পকারখানা গড়ে উঠেছে।

সে এলাকা নিয়েও আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের এসপি মোহাম্মদ সুলাইমান, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ