ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
বাঁশখালী

জমির বিরোধে কনুইয়ে কিরিচের আঘাত

  • তিন দিন ধরে দফায় দফায় হামলা
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
জমির বিরোধে কনুইয়ে কিরিচের আঘাত

বাঁশখালীতে উপজেলা দীর্ঘদিনের জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় হামলায় অন্ততঃ ৮ জন আহত হয়েছে। এর মধ্যে মো. সিরাজ নামের একজনের বাম হাতের কনুই কিরিচের কোপে কেটে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। পুড়ে দিয়েছে তার ঘরবাড়ি। ঘটনাটি ১৫ ফেব্রুয়ারি দিনগত রাত থেকে ১৬ ফেব্রুয়ারি ভোরের মধ্যে সংঘটিত হয়েছে।

পরদিন আবার বাড়ির মহিলাদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। গত তিনদিন ধরে উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্ব কাথরিয়া গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে রাখলেও পুলিশ এখনও কাউকে আটক করতে সক্ষম হয়নি।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, পূর্ব কাথরিয়া গ্রামে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল মালেক গ্রুপ ও মনির আহমদ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এই নিয়ে উভয় পক্ষে বেশ কয়েকটি মামলাও আছে।

আব্দুল মালেক গ্রুপ ১৮ শতক জায়গায় লোহার তার ও পাকা পিলার দিয়ে ঘেরাও করলে বাঁশখালী থানার এস আই আজিম তদন্তে গিয়ে স্থানীয় গ্রামপুলিশ মো. কায়সারকে গত ১৫ ফেব্রুয়ারি জায়গাটি তদারকির জন্য জিম্মায় দেয়। ওইদিন দিবাগত রাত ৩টায় মনির আহমদ গ্রুপ মো. কায়সারকে মারধর করে ঘেরা-বেড়া সব ওঠিয়ে নিয়ে যায়। ওই মুহূর্তে আব্দুল মালেক গ্রুপ ঘটনাস্থলে পৌঁছলে মনির আহমদ গ্রুপ কিরিচ দিয়ে কুপিয়ে মো. সিরাজ (৪০) এর বাম হাতের কনুই প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। আহত মো. সিরাজকে পুলিশ উদ্ধার করে প্রথমে বাঁশখালী হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গুরুতর আহত মো. সিরাজকে নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকার সুযোগে মনির আহমদ গ্রুপের লোকজন ১৬ ফেব্রুয়ারি ভোররাতে আব্দুল মালেকের দুই চাচার ঘর পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে। আগুনে ইসলাম মিয়া ও নুরন্নবীর দুই ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড়, নগদ টাকাসহ পুড়ে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১৭ ফেব্রুয়ারি দুপুরে পোড়া ঘরের সামনে এসে মনির আহমদ গ্রুপের লোকজন আবারও হামলা করে আব্দুল মালেকের চাচি ফিরোজা খাতুন, ভাইয়ের বউকে প্রকাশ্যে পিটিয়ে আহত করে।

আব্দুল মালেক জানান, চাচাতো ভাই মো. সিরাজের হাতের কনুই কেটে দেওয়ার পর আমরা হাসপাতালে ব্যস্ত থাকাকালে অন্যান্যদের ঘরের দরজায় ছিটকিনি দিয়ে কেরোসিন ঢেলে আমার দুই চাচার ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে। এমনকি ৯৯৯ এ ফোনের পর আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাছে পৌঁছলেও সন্ত্রাসীরা আগুন নিভে গেছে বলে ফায়ার সার্ভিস টিমকে তাড়িয়ে দিয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পূর্ব কাথরিয়ার ঘটনাটি দীর্ঘদিনের জায়গা-জমির বিরোধের ঘটনা। পুলিশ কয়েকদফা তদন্ত করেছে। ঘর-বাড়ি কীভাবে পুড়ে গেছে তার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ