বাঁশখালীতে উপজেলা দীর্ঘদিনের জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় হামলায় অন্ততঃ ৮ জন আহত হয়েছে। এর মধ্যে মো. সিরাজ নামের একজনের বাম হাতের কনুই কিরিচের কোপে কেটে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা। পুড়ে দিয়েছে তার ঘরবাড়ি। ঘটনাটি ১৫ ফেব্রুয়ারি দিনগত রাত থেকে ১৬ ফেব্রুয়ারি ভোরের মধ্যে সংঘটিত হয়েছে।
বাঁশখালী
জমির বিরোধে কনুইয়ে কিরিচের আঘাত
- তিন দিন ধরে দফায় দফায় হামলা
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, পূর্ব কাথরিয়া গ্রামে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল মালেক গ্রুপ ও মনির আহমদ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এই নিয়ে উভয় পক্ষে বেশ কয়েকটি মামলাও আছে।
আব্দুল মালেক জানান, চাচাতো ভাই মো. সিরাজের হাতের কনুই কেটে দেওয়ার পর আমরা হাসপাতালে ব্যস্ত থাকাকালে অন্যান্যদের ঘরের দরজায় ছিটকিনি দিয়ে কেরোসিন ঢেলে আমার দুই চাচার ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে। এমনকি ৯৯৯ এ ফোনের পর আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাছে পৌঁছলেও সন্ত্রাসীরা আগুন নিভে গেছে বলে ফায়ার সার্ভিস টিমকে তাড়িয়ে দিয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পূর্ব কাথরিয়ার ঘটনাটি দীর্ঘদিনের জায়গা-জমির বিরোধের ঘটনা। পুলিশ কয়েকদফা তদন্ত করেছে। ঘর-বাড়ি কীভাবে পুড়ে গেছে তার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর