চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় জালাল মিয়া নামে একজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তার এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ সাংবাদিকদের বলেন, আসামিকে ১৪ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন আসামি।