প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকের অর্ধকোটি টাকার এফডিআর আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক কর্মকর্তাসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।
রায়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ও.আর নিজাম রোড শাখার ব্যাংকিং প্রায়োরিটি ম্যানেজার মো. ইফতেখারুল কবিরকে ২৬ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১ কোটি ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছর সশ্রম কারাদণ্ড ও চট্টগ্রামের খুলশী থানার ৩ নম্বর লেনের নিশাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আনোয়ারুল ইসলামের ছেলে মাহমুদুল হাসানকে ১৩ বছর সশ্রম কারাদণ্ডসহ ৭৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর ৪ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দুদকের প্রসিকিউটর মাহমুদুল হক এ সব তথ্য জানান।