ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৮ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৮ মহররম ১৪৪৭
এফডিআর আত্মসাৎ

ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের কারাদণ্ড

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকের অর্ধকোটি টাকার এফডিআর আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক কর্মকর্তাসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।

রায়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ও.আর নিজাম রোড শাখার ব্যাংকিং প্রায়োরিটি ম্যানেজার মো. ইফতেখারুল কবিরকে ২৬ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১ কোটি ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছর সশ্রম কারাদণ্ড ও চট্টগ্রামের খুলশী থানার ৩ নম্বর লেনের নিশাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আনোয়ারুল ইসলামের ছেলে মাহমুদুল হাসানকে ১৩ বছর সশ্রম কারাদণ্ডসহ ৭৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর ৪ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দুদকের প্রসিকিউটর মাহমুদুল হক এ সব তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের তিনজন গ্রাহক যথাক্রমে অন্যন্য বড়ুয়া, রূপম কিশোর বড়ুয়া ও সুপ্রভা বড়ুয়ার হিসাব থেকে মোট ৫০ লাখ টাকা এফডিআরের অর্থ গ্রাহক স্বাক্ষর নকল, সিল ও প্যাড জালিয়াতি করে ব্যাংকে রাখা এফডিআরের সমুদয় অর্থ মোট ৫০ লাখ টাকার ফান্ড স্থানান্তর করার নামে ওঠিয়ে নেন আসামিরা।

২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের ২৪ এপ্রিল পর্যন্ত ইফতেখারুল কবির ক্ষমতা অপব্যবহার ও জালিয়াতির আশ্রয় নিয়ে অপর আসামি মাহমুদুল হাসানের সঙ্গে যোগসাজশ করে গ্রাহকের হিসাব থেকে বেনামে হিসাব খুলে অর্থ স্থানান্তর করেন।

এ ঘটনায় ২০১৯ সালের ২৭ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক বর্তমানে সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ