ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

অবৈধ কারখানা ও বালুমহাল বন্ধ করল প্রশাসন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
অবৈধ কারখানা ও বালুমহাল বন্ধ করল প্রশাসন

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের অভিযানে একটি কারখানা একটি বালুমহাল মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে একইসঙ্গে ওই কারখানা এবং বালুমহালও বন্ধ করে দিয়েছে প্রশাসন গতকাল বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ির ৩নং ওয়ার্ডের বক্তারপাড়ায় এলাকায় ওয়ার্ল্ড ট্রেড ইন্টারন্যাশনাল নামের অবৈধ কারখানা বিরুদ্ধে অভিযান চালান ইউএনও মো. শাহাদাত হোসেন ওই কারখানায় বিভিন্ন রি-রোলিং মিলসের ডাস্ট পুড়িয়ে জিংক তৈরি করে বিক্রি করা হত

পরিবেশ ছাড়পত্র না নিয়ে পরিবেশের ক্ষতিসাধন করায় কারখানাটিকে বন্ধ করে দিয়ে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন তিনি

অন্যদিকে, উপজেলার কুমিরা-সন্দ্বীপ চ্যানেলে সাগর থেকে ড্রেজার চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম তিনি জানান, স্থানীয়ভাবে অনুসন্ধান করে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মো. জাহেদুর রহমানকে গ্রেপ্তার করে তিন মাসের জেল অথবা লাখ টাকা জরিমানা করেন একইসঙ্গে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন

পরে লাখ টাকা জরিমানা দিয়ে মুক্তি পায় জাহেদ এসি ল্যান্ড আরো জানান, বালুখেকোদের বিরুদ্ধে অনুসন্ধান করছি প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ