চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের অভিযানে একটি কারখানা ও একটি বালুমহাল মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই কারখানা এবং বালুমহালও বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ির ৩নং ওয়ার্ডের বক্তারপাড়ায় এলাকায় ওয়ার্ল্ড ট্রেড ইন্টারন্যাশনাল নামের অবৈধ কারখানা বিরুদ্ধে অভিযান চালান ইউএনও মো. শাহাদাত হোসেন। ওই কারখানায় বিভিন্ন রি-রোলিং মিলসের ডাস্ট পুড়িয়ে জিংক তৈরি করে বিক্রি করা হত।
অবৈধ কারখানা ও বালুমহাল বন্ধ করল প্রশাসন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

অন্যদিকে, উপজেলার কুমিরা-সন্দ্বীপ চ্যানেলে সাগর থেকে ড্রেজার চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম। তিনি জানান, স্থানীয়ভাবে অনুসন্ধান করে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মো. জাহেদুর রহমানকে গ্রেপ্তার করে তিন মাসের জেল অথবা ২ লাখ টাকা জরিমানা করেন। একইসঙ্গে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন।
সম্পর্কিত খবর