ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

‘ঘরে বাইরে গভীর ষড়যন্ত্র চলছে’

  • স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় নাছির
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
‘ঘরে বাইরে গভীর ষড়যন্ত্র চলছে’
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা বাস্তবায়নে বিগত ১৪ বছরের নজিরবিহীন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্যথায় বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। এ জন্য দেশ-বিদেশে, ঘরে-বাইরে গভীর ষড়যন্ত্র চলছে। অতীতে আওয়ামী লীগ শত ষড়যন্ত্র চূর্ণ করে অপরাজেয় ছিল।

আমাদের কোনো শক্ত প্রতিপক্ষ নেই।

গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির আরো বলেন, দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটা অন্যায় ও অপরাধ নয়। তবে এই প্রতিযোগিতা হতে হবে গঠনমূলক ও আত্মসমালোচনামূলক যদি প্রতিহিংসাপরায়ণ ও ব্যক্তিক চরিত্রহরণমূলক হয় তাহলে তা হবে অপরাধ এবং এটা কিছুতেই বরদাস্ত করা যায় না।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানি কারাগারের মৃত্যুকূপ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পায় এবং দিনটি এক ঐতিহাসিক গুরুত্ব লাভ করে।

শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর কমিটির সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী ও খোরশেদ আলম সুজন, উপদেষ্টা সফর আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ