কর্ণফুলী উপজেলার বৈরাগী এলাকা থেকে ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। আটক মো. আব্দুর রহিম একই উপজেলার বদলপুরা এলাকার মো. ইলিয়াসের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, বৈরাগী এলাকায় একটি বাসায় ইয়াবা মজুদের খবর পেয়ে গত রবিবার দুপুরে অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করে। পরে তার খাটের নিচে দুটি বস্তায় বিশেষ কৌশলে লুকানো ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।