ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭
সুফি মিজান বললেন

সফলতার মূলমন্ত্র কঠোর পরিশ্রম আর সততা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
সফলতার মূলমন্ত্র কঠোর পরিশ্রম আর সততা
চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বিনয় ও সফলতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। ছবি : কালের কণ্ঠ

জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম ও জ্ঞান আহরণ করতে হবে বলে মন্তব্য করেছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। তিনি বলেন, ‘প্রথমে ঠিক করতে হবে জীবনের লক্ষ্য। এরপর স্বপ্ন বাস্তবায়নে মনোযোগী ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সঙ্গে থাকতে হবে বিনয়।

তাহলেই জীবনে সফলতা অনায়াসে ধরা দেবে।’

গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত ‘বিনয় ও সফলতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব বলেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সুফি মিজান আরো বলেন, ‘মানুষকে ভালোবাসতে হবে।

সবাইকে সম্মান করতে হবে। কাউকে হেয় করা যাবে না। জীবনে সফল হতে সাধনা করতে হবে। নিজ লক্ষ্যে অটুট থাকতে হবে।
জীবনে বড় হতে কঠোর পরিশ্রম করতে হবে। কোনো জাতি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না।’

উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘বিনয় হচ্ছে মনের সৌন্দর্যবোধের বাহ্যিক উপস্থাপনা। বিনয় মানুষকে মহৎ ও সফল করে তুলে।’

সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহামেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, সহকারী অধ্যাপক মো. শহীদুল হক, মাধব চন্দ্র দাশ, রাজীব নন্দী প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ