kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

সমাবেশে বক্তারা

চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলাকারীদের শাস্তি না দিলে কঠোর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম প্রেস ক্লাবে হামলাকারীদের শাস্তি না দিলে কঠোর কর্মসূচি

গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ। ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলাকারীদের অবিলম্বে শাস্তির আওতায় না আনলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দেবে।

প্রেস ক্লাবের সামনে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এ কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ আয়োজনে ওই সমাবেশে সভাপতিত্ব করেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার। এতে বক্তব্য দেন বিএফইউজের

সহসভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন ও এজাজ ইউসুফী,

সহসভাপতি নিরুপম দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবুল মনসুর, একুশে টিভির আবাসিক সম্পাদক রফিকুল বাহার, হামলার শিকার সিইউজের কোষাধ্যক্ষ উজ্জ্বল ধর প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাসে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা আর কখনো ঘটেনি। ‘সচেতন সনাতন সমাজ’ নামের সংগঠনটির ঊচ্ছৃঙ্খল কর্মীদের কারা ইন্ধন দিয়েছে তাও খতিয়ে দেখতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় ‘সচেতন সনাতন সমাজ’ নামের একটি সংগঠনের কর্মীরা চট্টগ্রাম প্রেস ক্লাবে আকস্মিক হামলা চালায়। এ সময় চার সাংবাদিক লাঞ্ছিত হন।

মন্তব্য