ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

বর্ষবিদায়-বর্ষবরণে বর্ণাঢ্য আয়োজন নগরজুড়ে

সঞ্জয় বাবু
সঞ্জয় বাবু
শেয়ার
বর্ষবিদায়-বর্ষবরণে বর্ণাঢ্য আয়োজন নগরজুড়ে

১৪২০ বাংলা সনের আজ বিদায়। কাল পহেলা বৈশাখ। নববর্ষ ১৪২১। পুরনোকে বিদায় আর নতুনকে বরণ করতে প্রস্তুতি নিয়েছে বন্দরনগরী।

প্রতিবছরের মতো এবারও রয়েছে নগরজুড়ে নানা আয়োজন।

বৈশাখের অনুষ্ঠান ঘিরে ডিসি হিল থেকে সিআরবি, চারুকলা থেকে শিল্পকলা, পতেঙ্গা থেকে নেভাল সড়ক-সর্বত্র মানুষের ঢল নামে। আয়োজকদের আশা, এবারও এর ব্যতিক্রম হবে না।

নগরীতে বর্ষবিদায় আর বর্ষবরণের সবচেয়ে বড় আসর বসে ডিসি হিলে।

নজরুল স্কয়ার প্রাঙ্গণ ঘিরে চলে শিল্পীদের নানা পরিবেশনা। চারদিকে হাজারো দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেন অনুষ্ঠান আর মেলা। এ সময় তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, শিশুসহ সব বয়সী মানুষের লাল-বাসন্তী-সবুজ পোশাকে আরো বর্ণিল হয়ে উঠে গোটা ডিসি হিল। কেউ পান্তা-ইলিশের আড্ডায়, মুড়ি-মোয়া-বেলুন নিয়ে কাড়াকাড়ি আর তীব্র গরমে তৃপ্তি মেটাতে সরবতে গলা ভিজানো ও বৈশাখী মেলায় ম্যালা কিছুর কেনাকাটার ধূম পড়ে যায়।

ডিসি হিলে বর্ণাঢ্যভাবে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান সাজানো হয়েছে জানিয়ে আয়োজক পহেলা বৈশাখ উদযাপন পরিষদের অন্যতম সংগঠক মোহাম্মদ আলী টিটু কালের কণ্ঠকে বলেন, 'রবিবার বিকেল সাড়ে চারটায় বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন হবে ঐতিহ্যবাহী ডিসি হিলের বৈশাখী উৎসব। নগরীর অন্যতম মূল আয়োজন হয় এখানে। তাই এবারও সবার সম্মিলিত অংশগ্রহণে জমজমাট আয়োজনের চেষ্টা করছি সবাই মিলে।'

পুরনো বছরকে বিদায় জানাতে আর নতুন বছরকে বরণ করে নিতে লাখো মানুষের প্রাণের উৎসবে মাতোয়ারা হয়ে উঠে সিআরবির সাত রাস্তার মাথা। সিআরবির শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ আয়োজিত আজ ও আগামীকাল বসছে দুদিনব্যাপী বৈশাখী উৎসব, মেলা ও বলীখেলা।

আজ বিকেল সাড়ে চারটায় বাদ্য বাজনা বাজিয়ে বেলুন-ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে শুরু হবে উৎসব। আয়োজক পরিষদের সভাপতি এম এ মালেক এবং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম মোহাম্মদ মকবুল আহাম্মদ এতে অতিথি থাকবেন।

পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাদল জানান, বিগত কয়েক বছর ধরে বর্ষবিদায় আর বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন বসছে সিআরবিতে। পাহাড়ঘেরা অপরূপ এই শিরীষতলা ঘিরে দুদিন চট্টগ্রামসহ পার্বত্য অঞ্চলের শিল্পীদের অংশগ্রহণে চলে বৈশাখের নানা আয়োজন। সাত রাস্তার দু'পাশে বসে বৈশাখী মেলা। সোমবার সকাল সাড়ে সাতটা থেকে দলীয় পরিবেশনা আর সঙ্গীতের মূর্ছনার সাথে সাথে শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান।

পরিবার পরিজন নিয়ে পহেলা বৈশাখ সাংবাদিকরাও দিনব্যাপী উৎসবে মেতে উঠবেন জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে। বেসরকারি মোবাইল ফোন অপারেটর 'রবি আজিয়াটা'র সহযোগিতায় 'মেতে উঠি উৎসবে বৈশাখী আনন্দে' শীর্ষক এ অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।

প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী জানান, কর্মসূচিতে রয়েছে সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নারী সাংবাদিক সম্মাননা, র‌্যাফল ড্র ও মধ্যাহ্ন ভোজ।

পতেঙ্গা সমুদ্রসৈকতে সোমবার পহেলা বৈশাখের সকালবেলা শুরু হবে বর্ষবরণের দিনব্যাপী অনুষ্ঠান। সূচনা ক্রিয়েশন অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত। আঞ্চলিক গান, ভাটিয়ালি, কবি গানের আয়োজন থাকছে সমুদ্রসৈকতের এ অনুষ্ঠানে।

চট্টগ্রাম সিটি করপোরেশন দিনব্যাপী আয়োজনে উদযাপন করবে নতুন বছরের প্রথম দিন। বাটালী রোডের রেলওয়ে হাসপাতাল কলোনি স্কুল মাঠে সকাল ৯টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন মেয়র মোহাম্মদ মনজুর আলম। এরপর শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা ও পিঠা উৎসব সন্ধ্যা পর্যন্ত।

নববর্ষ উদযাপন করতে ১২ এপ্রিল থেকে ছোটদের জন্য তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ফুলকি। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিসহ নগরীর সাংস্কৃতিক-সামাজিক সংগঠনগুলো নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করবে পহেলা বৈশাখ।

নববর্ষ উপলক্ষে ১১ এপ্রিল চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শুরু হয়েছে বাওয়া স্কুল মাঠে বৈশাখী মেলা। প্রতিবছর বৈশাখ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয় বলে জানান সংগঠনের চেয়ারম্যান সাভিনা ইকরাম সিরাজী।

এদিকে নগরীর হোটেল-রেস্টুরেন্টগুলোতে বৈশাখী অনুষ্ঠানের সাথে পান্তাইলিশ-পিঠাপুলির নানারকম আয়োজন রয়েছে। ইস্পাহানি মোড়ের পিটস্টপ রেস্টুরেন্টে আছে সকালে বৈশাখী প্রাতঃরাশ, দুপুরে গ্রামীণ লাঞ্চ ব্যুফে এবং রাতে নানান পদের বাংলা খাবারসহ ডিনার ব্যুফে।

পিটস্টপ সুপার স্টোরের ম্যানেজার খালেদ মো. সাইফুল্লাহ বলেন, 'বাংলার ঐতিহ্য আর উৎসব উদযাপন করতে ভোজনরসিকদের জন্য সব ধরনের বাংলা খাবারের আয়োজন রয়েছে আমাদের সুপারশপ, ফুডজোন ও রেস্টুরেন্টে।'

নগরীর অন্যতম সেরা হোটেল আগ্রাবাদেও বর্ষবিদায় আর বর্ষবরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উৎসবের উদ্বোধন করবেন আজাদীর নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেক।

হোটেল আগ্রাবাদের সিনিয়র ম্যানেজার শাহীন মো. নওশাদ বলেন, 'চট্টগ্রামের আন্তর্জাতিক মানের হোটেল আগ্রাবাদে সব ধরনের উৎসব উদযাপন করা হয়। আর বাংলা বর্ষবিদায় আর বর্ষবরণ তো আমাদের ঐতিহ্য। তাই বর্ণাঢ্য আয়োজন তো থাকবেই।'

বোয়ালখালী : আমাদের প্রতিনিধি জানান, বর্ষবরণে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলা পরিষদ চত্বরে মঞ্চ স্থাপন করে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে প্রশাসন।

জানা গেছে, সোমবার সকাল ৭টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের সুধীজনের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে বর্ষবরণ কর্মসূচি শুরু হবে। এছাড়া বোয়ালখালী শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় দিনব্যাপী গীতিনাট্য, নৃত্য, লোকসংগীত, পান্তা ইলিশ ও গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার ও পিঠা প্রদর্শনী রয়েছে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নূরুল হক কালের কণ্ঠকে বলেন, 'ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশ নিয়ে নববর্ষ উৎসবকে অসামপ্রদায়িক সর্বজনীন উৎসবে পরিণত করে। বর্ষবরণ করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।'

উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হারুন বাদশা বলেন, 'বর্ষবরণ উৎসব আমাদের প্রাণের উৎসব।'

পটিয়া : আমাদের প্রতিনিধি জানান, পটিয়ায় সম্মিলিত বর্ষবিদায় ও বরণ উদযাপন পরিষদ এবং উপজেলা প্রশাসন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

বর্ষবরণ উদযাপন পরিষদ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন আম্রকানন এবং উপজেলা প্রশাসন সিও অফিস সংলগ্ন মাঠে বর্ষবরণ উৎসব করবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ