<p>নভেম্বর মাসের ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে উঠতে বারণ করলেন খলিস্তানপন্থী গুরপতওয়ান্ত সিং পান্নুন। গত বছর ঠিক এই সময়ে একই রকম মন্তব্য করেছিলেন তিনি।</p> <p>কয়েক দিন ধরেই ভারতের বিভিন্ন বিমান সংস্থা একের পর এক বোমা হামলার হুমকি পাচ্ছে। এতে আতঙ্ক তৈরি হয়েছে দেশজুড়ে। শনিবার ৩০টিরও বেশি বোমার হুমকি পেয়েছে দেশটির বিমান সংস্থাগুলো। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সব মিলিয়ে গত ছয় দিনে ৭০টি বোমার হুমকি পেয়েছে। বেশির ভাগ গুজব হলেও পান্নুনেরর এমন মন্তব্য আতঙ্ক বাড়িয়েছে। </p> <p>‘শিখ ফর জাস্টিস’ সংগঠনের প্রধান পান্নুনকে ২০২০ সালে ‘জঙ্গি’ তকমা দিয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ২০২৩ সালে পান্নুন এক ভিডিও বার্তায় দাবি করেন, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের নাম বদল হবে আর কেউ যেন এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠে। ওই ঘটনায় তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হয়েছিল। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি। </p> <p>দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে শিখদের ওপর হামলার ঘটনার বদলা নিতেই এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা করতে পারেন তিনি এবং তার অনুগামীরা। পান্নুন যাত্রীদের এমন সময় এই সতর্কবার্তা দিলেন যখন, শিখদের ওপর হামলার ঘটনার ৪০ বছর হতে চলেছে।</p> <p>১৯৮৪ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার শিখ দেহরক্ষীদের হাতে নিহত হওয়ার পর দিল্লিসহ দেশজুড়ে তিন হাজারেরও বেশি শিখকে হত্যা করা হয়েছিল। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধী নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিজুড়ে শুরু হয়ে গিয়েছিল শিখবিরোধী তাণ্ডব। </p> <p>গত বছর মার্কিন গোয়েন্দারা গুরপন্তওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্তের একটি নথি প্রকাশ করে। পান্নুনের একসঙ্গে আমেরিকা ও কানাডার নাগরিকত্ব আছে। মূলত কানাডা থেকে তিনি খলিস্তানপন্থী কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সত্যতা পরে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও স্বীকার করে। জবাবে ভারত উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিল। </p> <p>সম্প্রতি খলিস্তাপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্তের অভিযোগ দায়েরের ভিত্তিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সাবেক ‘র’-প্রধানকে তলব করেছেন মার্কিন আদালত।</p> <p>সূত্র : দ্য ওয়াল, বিবিসি</p>