<p>আন্দোলনকারী চিকিৎসকদের আলটিমেটামের পর তাদের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (১৯ অক্টোবর) তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এ সময় তিনি আন্দোলনকারীদের আমরণ অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।</p> <p>মমতা চিকিৎসকদের জানিয়েছেন, তাদের বেশির ভাগ দাবি পূরণ করা হয়েছে এবং ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি দাবি বাদ রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কলকাতার বুকে আর যাত্রী নিয়ে ছুটবে না ১৫০ বছরের পুরনো ট্রাম?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/24/1727178995-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কলকাতার বুকে আর যাত্রী নিয়ে ছুটবে না ১৫০ বছরের পুরনো ট্রাম?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/24/1428480" target="_blank"> </a></div> </div> <p>এর আগে শনিবার দুপুর ২টায় ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে উপস্থিত হন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। তারা আন্দোলনকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর ফোনে আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।</p> <p>মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে তিন-চার মাস সময় দিন। হাসপাতালগুলোতে নির্বাচন করাব। আপনাদের পরীক্ষা রয়েছে নভেম্বর-জানুয়ারি মাসে। আপনাদের পড়াশোনার ক্ষতি হোক তা চাই না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আরজি কর-কাণ্ডে চুপ অনির্বাণ, সরব স্ত্রী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/29/1724939434-87858f2b620d7d81d171eff91384a794.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আরজি কর-কাণ্ডে চুপ অনির্বাণ, সরব স্ত্রী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/08/29/1420065" target="_blank"> </a></div> </div> <p>তৃণমূল কংগ্রেসপ্রধান বলেন, ‘সরকারি হাসপাতালে সেবা না দিলে মানুষ কোথায় যাবে? দিদি হিসেবে বলছি, অনশন প্রত্যাহার করুন।’ এ সময় তিনি অনশনকারীদের ১০ দফা দাবি ফোনেই শুনতে চান। তবে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে পদত্যাগের দাবির বিষয়ে তিনি বলেন, ‘একটি পরিবার থেকে কি সবাইকে সরানো যায়?’</p> <p>মুখ্যমন্ত্রী আরো বলেছেন যে তিনি সোমবার চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন।</p> <p>ফোন কলের আগে এক জুনিয়র চিকিৎসক বলেন, ‘আমরা চাই মুখ্যমন্ত্রী আলোচনার জন্য বসুন এবং আমাদের সব দাবি বাস্তবায়ন করুন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আরজি কর-কাণ্ড নিয়ে কুমন্তব্য, বাস থেকে নামতে বাধ্য হলেন যাত্রী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/24/1724492851-4b69c2e27800846d4e132ea608c2a660.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আরজি কর-কাণ্ড নিয়ে কুমন্তব্য, বাস থেকে নামতে বাধ্য হলেন যাত্রী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/08/24/1418225" target="_blank"> </a></div> </div> <p>আন্দোলনরত চিকিৎসকরা তাদের দাবি আদায়ে রবিবার মেগা সমাবেশেরও পরিকল্পনা করেছেন।</p> <p>আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মধ্যে কেউ কেউ ৫ অক্টোবর থেকে কলকাতার এসপ্ল্যানেড এলাকায় আমরণ অনশনে রয়েছেন। তারা পশ্চিমবঙ্গ সরকারকে একটি আলটিমেটাম জারি করেছেন এবং সোমবারের মধ্যে তাদের দাবি না মানলে মঙ্গলবার সব সরকারি ও বেসরকারি হাসপাতালে ধর্মঘটের হুমকি দিয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মমতাকে পদত্যাগ করতে বললেন শ্রীলেখা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/11/1726045502-898bcd904eb33fb3497de31a42a19d06.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মমতাকে পদত্যাগ করতে বললেন শ্রীলেখা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/09/11/1424368" target="_blank"> </a></div> </div> <p>আন্দোলনকারীদের দাবিগুলো ছিল, হাসপাতালের বাইরে নিরাপত্তা জোরদার করা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও রয়েছে হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কাউন্সিল নির্বাচন এবং নিগমকে অপসারণ। গত ৯ আগস্ট কলকাতার সরকারি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর বিক্ষোভ শুরু হয়।</p>