<p>সোমালিয়ার আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। দেশটির রাজধানী মোগাদিশুতে পুলিশ ট্রেনিং স্কুলের বাইরের একটি ক্যাফেতে অজ্ঞাত ডিভাইসের সাহায্যে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়।</p> <p>পুলিশ জানায়, নিহতদের মধ্যে কর্মকর্তা ও বেসামরিক নাগরিক উভয়ই ছিলেন। তারা স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জেনারেল কাহিয়ে পুলিশ একাডেমির বাইরে চা পান করছিলেন। পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘বিস্ফোরণটি একটি গাছের নিচে ঘটেছে যেখানে এলাকার বাসিন্দারা বিশ্রাম নিচ্ছিলেন।’</p> <p>আল-কায়েদার সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। সোমালিয়ার সরকারকে উৎখাত করার প্রচেষ্টায় এই গোষ্ঠীটি প্রায়ই সামরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।</p> <p>স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। ক্যাফেটিতে চা পানের জন্য অনেক মানুষ জড় হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের পর উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।</p> <p>মদিনা হাসপাতালের একজন প্যারামেডিক জানান, আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমরা আহতদের পুনর্বাসনের জন্য কাজ করছি, যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন।’</p> <p>গত আগস্টে মোগাদিশুতে একটি পাবলিক সৈকতে হামলায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। যা ফলে আল-শাবাবের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। দেশটির সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশি সেনাদের সমর্থনের ওপর অনেকটাই নির্ভর করেছে। </p> <p>সূত্র : আল-জাজিরা</p>