<p>স্পেনে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কনটেন্ট তৈরির সময় সেতু থেকে পড়ে ২৬ বছর বয়সী ব্রিটিশ যুবকের মৃত্যু হয়েছে। মাদ্রিদের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৭০ মাইল দূরে তালাভেরা দো লা রেইনা শহরে স্থানীয় সময় রবিবার এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>প্রতিবেদন থেকে জানা যায়, ওই যুবক স্পেনের তালাভেরা দো লা রেইনা শহরে দেশের অন্যতম উঁচু সেতু বেয়ে উঠছিলেন। সেখান থেকে পরে গিয়ে তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে ২৪ বছর বয়সী আরেক ব্যক্তি ছিলেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো তাদের পরিচয় প্রকাশ করেনি।</p> <p>এই দুর্ঘটনাকে ‘দুঃখজনক ও মর্মান্তিক’ উল্লখে করে শহরের কাউন্সিলর মাকারেনা মুনিয়োজ জানান, ‘তারা তালাভেরায় এসেছিলেন সেতুতে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করতে।’</p> <p>তিনি আরো বলেন, সেতু বেয়ে ওপরে ওঠা ‘সম্পূর্ণ নিষিদ্ধ’ এবং ‘আমরা বহুবার স্পষ্টভাবে বলেছি, এটি কোনো অবস্থাতেই করা যাবে না।’</p> <p>স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টাগাস নদীর ওপর অবস্থিত ৬৩০ ফুট উঁচু এই কেবল সেতুটি দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা সত্ত্বেও পর্বতারোহী ও কনটেন্ট নির্মাতাদের আকর্ষণ করে আসছে। </p> <p>ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কাছে এ দুর্ঘটনায় বিষয়ে মন্তব্য চাওয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।</p>