<p>পাকিস্তানে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। রাজধানী করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই ঘটনা ঘটে। পাকিস্তানে চীনা দূতাবাস এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছে। কিছু স্থানীয় হতাহত হয়েছে কিন্তু সামগ্রিক মৃত্যুর সংখ্যা এখনও স্পষ্ট নয়।</p> <p>দূতাবাস আরো জানিয়েছে, দেশটির সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বিভিন্ন প্রকল্পের সঙ্গে জড়িত চীনা নাগরিকদের ওপর হামলা চালিয়েছে, ওই হামলাগুলোর দায়ও তারা স্বীকার করে।</p> <p>আজ সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তারা করাচি বিমানবন্দর থেকে আগত চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। বিএলএ-র বরাত দিয়ে রয়টার্স বলেছে, ‘গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় সময় রাত ১১টার দিকে বিস্ফোরণটি ঘটে।</p> <p>চীনা দূতাবাস জানিয়েছে,  প্রকৌশলীরা চীনা-অর্থায়নকৃত এন্টারপ্রাইজ পোর্ট কাসিম পাওয়ার জেনারেশন কম্পানি লিমিটেডের অংশ ছিল, যার লক্ষ্য করাচির কাছে পোর্ট কাসিমে দুটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা। প্ল্যান্টটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ। যেটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অনেকগুলো অবকাঠামো এবং শক্তি প্রকল্পে অর্থায়ন করছে।</p> <p>বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) অন্যান্য জাতিগত বেলুচ গোষ্ঠীর সঙ্গে একটি পৃথক দেশের জন্য দীর্ঘকাল ধরে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তারা নিয়মিতভাবে এই অঞ্চলে চীনা নাগরিকদের টার্গেট করেছে। তাদের দাবি করেছে, জাতিগত বেলুচ বাসিন্দারা বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আহরিত সম্পদের অংশ তারা পাচ্ছে না।</p> <p>সোমবার চীনা দূতাবাস পাকিস্তানে তাদের নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপত্তা সতর্কতা অবলম্বন করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে বলেছে। দূতাবাস জানিয়েছে, এ হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং খুনীকে কঠোর শাস্তি দেওয়া হবে।</p> <p>ঘটনার সময় শহরের আশেপাশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় মিডিয়ার ফুটেজে দেখা যায়, ঘন ধোঁয়া ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা এবং দমকলকর্মীরা বিস্ফোরণের স্থানটি তদন্ত করছেন।</p> <p>সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার বলেছেন, ‘সন্দেহভাজন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) থেকে বিস্ফোরণটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’</p> <p>একজন পুলিশ সার্জন ডাঃ সুমাইয়া ডন নিউজকে বলেন, ‘আশংকাজনক অবস্থায় একজনসহ দশজন আহত ব্যক্তিকে জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল কলেজে (জেপিএমসি) আনা হয়েছে।’ তিনি বলেন, আহতদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ও একজন নারীও রয়েছেন।</p> <p>সিন্ধুর অভ্যন্তরীণ মন্ত্রীর কার্যালয় থেকে এক্স-এ পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দর রোডে একটি ‘ট্যাঙ্কার ট্রাক’ বিস্ফোরিত হয়েছে এবং তিনি এই ঘটনার বিষয়ে মালির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) এর সঙ্গে যোগাযোগ করছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সত্যতা নিশ্চিত করতে হবে।’ </p> <p>জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর আজ যথারীতি চলছে। এর আগে, ২০২২ সালের এপ্রিলে করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় তিন চীনা শিক্ষক এবং একজন পাকিস্তানি ড্রাইভারকে নিহত হয়েছিল।</p> <p>সূত্র : বিবিসি<br />  </p>