<p>গাজায় ইসরায়েলি সহিংসতা চলমান রয়েছে। গাজা উপত্যকাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু ফিলিস্তিনি। নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে উপত্যকাটিতে চলছে হত্যাযজ্ঞ। অসহায় গাজাবাসী এখন প্রতিনিয়ত গুনছে মৃত্যুর প্রহর।</p> <p>মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজা শহরে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। পুরো গাজায় গত ২৪ ঘণ্টার হামলায় ৩৮ জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে অনেক দেহ চাপা পড়ে আছে।</p> <p>গতকাল সোমবারও (১৬ সেপ্টেম্বর) নুসাইরাত শরণার্থীশিবিরে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন ফিলিস্তিনির। এ ছাড়া দক্ষিণ পশ্চিম গাজায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সেনারা হামলা চালালে নারী শিশুসহ প্রাণ হারান কয়েকজন। এ ছাড়া খান ইউনিসের বাস্তুচ্যুত তাঁবুতেও আগ্রাসন চালায় দখলদার বাহিনী। সেখানেও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়।<br />  <br /> এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি জরুরি হয়ে পড়েছে। কিন্তু উপত্যকাটিতে যুদ্ধবিরতির আলোচনার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ১১ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় ইতিমধ্যে ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৯৫ হাজার ৪১৩ ফিলিস্তিনি। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।</p> <p>সূত্র : আলজাজিরা</p>